আজ রাতেই ‘ফ্রিজ’ ভোটার তালিকা, মঙ্গলবার থেকে SIR শুরু

ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে SIR শুরু ঘোষণা করল। সোমবার রাত ১২টার পর ফ্রিজ ভোটার তালিকা, খসড়া প্রকাশ ৯ ডিসেম্বর।

আজ রাত থেকেই ফ্রিজ ভোটার তালিকা, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে SIR প্রক্রিয়া

ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ-সহ মোট ১২টি রাজ্যে SIR (Special Intensive Revision) শুরুর ঘোষণা করেছে। সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে সাংবাদিক বৈঠকে এই নির্ঘণ্ট প্রকাশ করা হয়।

c1 20251027 18555340

তালিকায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, কেরল, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি ও আন্দামান নিকোবর থাকলেও অসমের নাম নেই।

কমিশন জানিয়েছে, সোমবার রাত ১২টার পর থেকেই এই রাজ্যগুলির ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হবে। যাদের নাম বর্তমান তালিকায় রয়েছে, তাদের হাতে এনুমারেশন ফর্ম তুলে দেওয়া হবে।

এছাড়া, বিএলওরা প্রতিটি ভোটারের বাড়িতে তিনবার পর্যন্ত যাবেন— যাতে কেউ বাদ না পড়েন। রাজ্যের বাইরে থাকা ভোটারদের জন্যও অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা থাকছে।

c1 20251027 18555371

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৩ সালের তালিকায় যাদের নাম আছে, তাঁদের কোনও নতুন কাগজ দিতে হবে না। বাবা বা মায়ের নাম থাকলেও নতুন প্রমাণপত্রের প্রয়োজন নেই।

সময়সূচি অনুযায়ী:

🗓️ ২৯ অক্টোবর (সোমবার) রাত ১২টা: ভোটার তালিকা ফ্রিজ

🗓️ ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর: ফর্ম ছাপা ও বিএলও প্রশিক্ষণ

🗓️ ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর: বাড়ি বাড়ি ফর্ম বিতরণ

🗓️ ৯ ডিসেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ

🗓️ ৯ ডিসেম্বর–৮ জানুয়ারি: আপত্তি ও সংশোধন

🗓️ ৩১ জানুয়ারি পর্যন্ত: যাচাই

🗓️ ৭ ফেব্রুয়ারি: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

খবর
EPIC বদলালে SIR-এ কীভাবে অনলাইন/অফলাইন এনুমারেশন ফর্ম পূরণ করবেন?

ভোটার হিসেবে নাম তুলতে হলে নাগরিককে হতে হবে ভারতীয়, বয়স হতে হবে অন্তত ১৮ বছর এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার বাসিন্দা।

কমিশনের তথ্য অনুযায়ী, ১৯৫১ থেকে ২০০৪ পর্যন্ত দেশে মোট ৮ বার SIR হয়েছে। রাজ্যে শেষবার ভোটার তালিকা সংশোধন হয়েছিল ২০০২–২০০৪ সালের মধ্যে।

খবর
SIR অসমে কেন হবে না? কারন জানালেন প্রধান নির্বাচন কমিশনার

#ElectionCommission #VoterList #SIR2025 #WestBengal #IndiaNews #Elections #VoterUpdate #BLO #ECI

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক