‘তিলোত্তমার প্রকৃত বিচার চাই’, শঙ্খ মুখে ধরে তুমুল ট্রোলিং, ফের RG Kar কাণ্ডে সরব ঋতুপর্ণা

তিলোত্তমার বিচার চেয়ে একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত! জানালেন এই প্রতিবাদে তিনিও সাথে রয়েছেন। গত ৮ ই আগস্ট আর.জি কর হাসপাতালে যে নৃশংস অপরাধ ঘটেছে তাতে সরব হয়েছেন সকল দেশবাসী।

এমনকি দেশের গন্ডি পেরিয়ে অস্ট্রেলিয়া, লন্ডনেও প্রতিবাদ মিছিল দেখা গিয়েছে। সেরকমই এবার সোশ্যাল মিডিয়া একাধিক পোস্টের মাধ্যমে প্রতিবাদ জানাতে দেখা গেল ঋতুপর্ণাকে। বেশ কয়েকটি ভিডিও এবং ছবি পোস্ট করেছেন তিনি। যার মূল বক্তব্য তিলোত্তমার প্রকৃত বিচার চান তিনি।

অন্যদিকে গত ১৪ই আগস্ট রাত দখলের কর্মসূচী ডাকা হয়েছিল কলকাতায়। সেখানে যারা উপস্থিত থাকতে পারেননি তাদের বাড়ি থেকে শঙ্খ বাজিয়ে পাশে থাকার আহ্বান জানানো হয়েছিল। সেই ডাকে সারা দিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজানোর একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

ভিডিও শেষে বলেন, ‘তিলোত্তমার সম্পূর্ণ বিচার চাই।’ যদিও সেই ভিডিও দেখার পর সমালোচনা করতে ছাড়েননি নেটিজেনরা। কারণ, ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সেখানে তিনি শঙ্খ বাজাননি। বরং শঙ্খটি মুখে ধরেছিলেন এবং তাতে শঙ্খের মিউজিক যোগ করা হয়েছে।

তাইতো তার সেই ভিডিও নিয়ে তুমুল ট্রোলিংয় চলে সোশ্যাল মিডিয়ায়। তবে তিনি থেমে যাননি একের পর এক ভিডিও ও ছবি পোস্ট করে চলেছেন তিলোত্তমার বিচারের দাবীতে। আর সেই ছবি ও ভিডিওতে বিচারের দাবীতে ডাকা একাধিক কর্মসূচীর কথাও তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন,
*পুরুষকে সঠিক শিক্ষা দিয়ে মানুষ করছেন তো? আরজি কর নিয়ে সমাজকে আয়না দেখালেন বৈশাখী