Weather Report: শুক্রবার থেকেই পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা প্রবল, কলকাতার আবহাওয়া কেমন থাকবে? জানুন

আগামী কয়েক দিন উত্তরবঙ্গের পাহাড়ঘেঁষা জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে শুকনো আবহাওয়া থাকবে।

দীপাবলীর আগে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের দফায় দফায় বৃষ্টি হয়েছে। এবার কয়েকদিন স্বস্তি, আবহাওয়া মূলত শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের কোথায় বৃষ্টিপাতের তেমন কোন সম্ভাবনা নেই। তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে এই জেলাগুলিতে আবহাওয়া দপ্তর সূত্রে তেমন কোনও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে কলকাতা-সহ সব জেলাতেই কমবেশি বৃষ্টি হতে পারে।

কিন্তু উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শুক্রবার থেকে আগামী এক সপ্তাহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বলে খবর রয়েছে। কালীপুজোর পর হালকা শীতের আমেজ, তাই সমতল থেকে অনেকেই ঘুরতে যান পাহাড়ে। এবার তাঁরা বৃষ্টির মুখোমুখি হতে পারেন। কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। শনিবার থেকে শুকনো আবহাওয়া থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গেও কোথাও এখনও আবহাওয়া সংক্রান্ত তেমন কোন সতর্কতা জারি করা হয়নি।