Weather Reports Rainfall

ফের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা ভিজতে পারে বর্ষায়। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের অন্তত পাঁচটি জেলায় সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই ভারী বৃষ্টির ফলে উত্তাল হবে সমুদ্র। আর এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার ও মঙ্গলবার উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উপরিউক্ত জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শনিবার বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি। তবে জানা যাচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে জেলাগুলিতে।

হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার রাতে উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ধীরে ধীরে উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে। এরপর সেটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে উপকূলে আছড়ে পড়বে। এই নিম্নচাপের প্রভাব পড়বে ওড়িশা, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়েও। এর ফলে সোমবার থেকে বৃষ্টি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

এই নিম্নচাপের জন্য রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে। এর পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবো ঝোড়ো হাওয়া, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। এর পাশাপাশি হাওয়ার গতি ঘন্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আর এই কারণের জন্য পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎসজীবীদের সমুদ্র উপকূলে যেতে নিষেধ করা হয়েছে।

তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং-এ ভারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে বেড়েছে তাপমাত্রা। এদিন শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস।