‘অন্তঃসত্ত্বা’ ঋতাভরীর পাশে সৌরভ গাঙ্গুলি, কি বার্তা দিলেন মহারাজ?

একসময় খবর রটেছিল টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী অন্তঃসত্ত্বা। আর এই খবর শোনার পর সকলেই চমকে গিয়েছিলেন। কারণ বিয়ে হল কার সঙ্গে তা জানা যায়নি। হঠাৎ করে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনাটি অনেকেই হজম করতে পারেননি কেউ৷ কিন্তু সেই সন্তানের বিষয়টি নিজেই মিটিয়েছিলেন ঋতাভরী। এক রাত রহস্যের পর পরের দিন তিনি জানান, তার নতুন কাজের জন্য তাকে এই ভূমিকায় অবতীর্ণ হতে হবে।

আর তা হল তিনি ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন। তার প্রথম অভিনীত ওয়েব সিরিজ এটি। সিরিজের নাম ‘নন্দিনী’। এই ছবিতে এক সন্তানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। গোটা সিরিজে অভিনেত্রী মাতৃত্ব সত্ত্ব ফুটিয়ে তুলেছেন। একজন মায়ের অন্তঃসত্ত্বা কালীন অবস্থার গল্প এটি। নয় মাসের গোটা সময়ের গল্পটি তুলে ধরা হয়েছে।

এবার ঋতাভরীরে নতুন ওয়েব সিরিজ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তার পাশে দাঁড়ালেন সৌরভ গাঙ্গুলি। এই বিষয়টি অনেকেই অনুমান করতে পারেননি। সৌরভ এক মেয়ের বাবা। তার মেয়ে সানাকে তিনি সবসময় আগলে রেখেছেন। আজ সে লন্ডনে পাড়ি দিয়েছে। সেখানেই বড় একটি সংস্থায় চাকরি করে সে। মাঝেমধ্যে মেয়ের কাছে পৌঁছে যান সৌরভ।

আরও পড়ুন,
*পর্দায় চুমু খেলেই স্ত্রীকে একটি বিশেষ উপহার দিয়ে খুশি করতেন ইমরান! জানেন কি সেই উপহার?

এবার ঋতাভরীর ছবি নিয়ে বড়সড় বার্তা দিলেন সৌরভ, আর তাতে বেশ খুশি অভিনেত্রী৷ তিনি জানালেন, “আমার চোখের মণি, আমার মেয়ে সানা। আমার গর্ব, আমার মেয়ে সানা। আপনিও যদি আপনার মেয়ের জন্য গর্ব করেন তবে ঋতাভরীর জন্য ওর নতুন সিরিজটি দেখবেন।”

আগামী ১৫ই আগস্ট মুক্তি পেতে চলেছে ঋতাভরী চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ ‘নন্দিনী’। পুজোর আগেই নতুন কাজ মুক্তি পেতে চলেছে যা ভেবে বেশ খুশি অভিনেত্রী। এই সিরিজে তার সঙ্গে অভিনয় করছেন সূহত্র মুখোপাধ্যায় সহ আরও অনেকে।

আরও পড়ুন,
* ২ ঘণ্টার অস্ত্রোপচার, অবশেষে কৃষকের মলদ্বার থেকে বের হল ১৬ ইঞ্চি লাউ