ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তারই আগে ‘মাস্টারস্ট্রোক’ খেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার নবান্ন থেকে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন তিনি। এই প্রকল্পটি হলো ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। এই প্রকল্পে ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সমাজের একেবারে প্রাথমিক স্তরে সুবিধা পৌঁছে দিতে এই নতুন প্রকল্প চালু করেছে রাজয় সরকার। আগামী ২রা আগস্ট থেকে রাজ্য জুড়ে এই প্রকল্পের কাজ শুরু হবে।
মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা অনেক সময়ে দেখি পাড়ায় পাড়ায় বিভিন্ন সমস্যা থাকে। যেমন কোনও পাড়ায় কলের প্রয়োজন, অল্প গ্রামীণ রাস্তা তৈরি করে দিলে সাধারণ মানুষকে কাদায় হাঁটতে হয় না, কোথাও ইলেকট্রিক পোল বসানোর প্রয়োজন রয়েছে বা স্কুলের ছাদ মেরামত করতে হবে। সেই সমস্ত কাজগুলি করা হবে এই প্রকল্পে।” জানা যাচ্ছে, এই প্রকল্পের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হবে। সেই টাস্ক ফোর্সের দায়িত্বে থাকবেন মুখ্যসচিব। এছাড়া আরও অন্যান্য সচিবেরাও থাকবেন।
বিভিন্ন সচিবেরা প্রকল্পটি বাস্তবায়িত করবেন। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে তিনটি বুথ পিছু একটি করে সেন্টার থাকবে। আর তাতে থাকবেন সরকারি আধিকারিক। সাধারণ মানুষেরা ওই সরকারি আধিকারিকের কাছে এসে সমস্যার কথা জানাবেন। এরপর সরকারি আধিকারিক সেই সমস্যা খতিয়ে দেখবেন এবং তার উপযুক্ত ব্যবস্থা নেবেন। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের কাজ শেষ করতে দুই মাস সময় লাগবে। রাজ্যে ৮০ হাজার বুথ রয়েছে। প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।
এই প্রকল্পের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের কথা শোনা ও তাদের সমস্যার সমাধান করা। যদিও রাজ্যের এই নতুন প্রকল্প সম্বন্ধে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় ‘মাস্টারস্ট্রোক’।যার ফলাফল পাওয়া যাবে ভোট বাক্সে।