পায়ে চোট, টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন রাসেল, আসন্ন আইপিএল-এর আগে সেরে উঠবেন কি তিনি?

আগামী টি-টোয়েন্টি সিরিজের ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে দেখতে পাওয়া যাবে না সেই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার আন্দ্রে রাসেলকে। তার জায়গায় ওয়েস্ট ইন্ডিজ দলে খেলবেন অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার। এবার দুই ম্যাচের নির্বাসন কাটিয়ে ফের দলে যোগ দিলেন আলফারি জোসেফ। শামার জোসেফের জায়গায় তিনি দলের হয়ে খেলবেন।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ দলের আগামী তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে থাকবেন না দলের অলরাউন্ডার রাসেল। তাই ওয়েস্ট ইন্ডিজের আগামী খেলার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অনেকেই। তার পায়ে চোট চিন্তায় ফেলেছে দলকে। এদিকে রাসলকে ১২ কোটি টাকা দিয়ে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। আসন্ন আইপিএল খেলায় রাসেল দলের হয়ে সঠিকভাবে খেলতে পারবেন কিনা তা নিয়ে অনেকেই সন্দিহান। যদিও আইপিএল বেশ দেরি রয়েছে। অনেকেই মনে করছেন ততদিনে পায়ের চোট কিছুটা নিরাময় হতে পারে। তবে একটি দুশ্চিন্তা থাকবেই।

টি-টোয়েন্টি ম্যাচে প্রথম দু’টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী তিনটি আসন্ন ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে ওয়েস্ট ইন্ডিজ বরাবর সমর্থন পেয়ে এসেছে। আগামী তিনটি ম্যাচ জেতার লক্ষ্যে তারা এগিয়ে যেতে চায়। তাই বাকি তিনটি খেলায় ওয়েস্ট ইন্ডিজের ফলাফল ভালো হলে তারা লাভবান হবেন।

এদিকে দলে ফিরেছেন আলফারি জোসেফ। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি খেলায় দলের অধিনায়ক শে হোপের সঙ্গে তর্ক বাঁধে জোসেফের। মাথা গরম করে মাঠ থেকে বেরিয়ে যান তিনি৷ তারপর যথেষ্ট সমালোচিহন জোসেফ। ওই ঘটনার শাস্তিস্বরূপ আগামী দু’টি ম্যাচ থেকে তাকে নির্বাসিত করা হয়। এরপরের দু’টি ম্যাচ দেশের হয়ে খেলতে পারেননি তিনি।

যদিও এই ঘটনার পর ব্যক্তিগতভাবে শে হোপের কাছে ক্ষমা চান ওয়েস্ট ইন্ডিজ দলের বোলার। তবুও তাকে শাস্তি পেতে হয়েছিল। এদিকে নিজের অন্যায় স্বীকার করে নেন জোসেফ। সেই বিষয়ে প্রকাশ্যে বিবৃতি দেন তিনি। অবশেষে দু’টি ম্যাচের নির্বাসন কাটিয়ে দলে ফিরলেন জোসেফ।

error: Content is protected !!