Apu Biswas: ওপার বাংলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ফের কি প্রেমে করছেন তিনি? অন্তহীন আলোচনা হয়েছে শাকিব খান ও অপুর সম্পর্ককে কেন্দ্র করে। বিবাহবিচ্ছেদের পর আবারও কি তাহলে নতুন করে সংসার পাতার কথা ভাবছেন অপু?
ভাঙ্গা সম্পর্ককে জোড়া লাগানোর চেষ্টা করছেন শাকিব- অপু, এমনটাই শোনা গিয়েছিল এতদিন পর্যন্ত। তবে এখন গুঞ্জন শোনা যায়, নায়িকার জীবনে নাকি নতুন মানুষ এসেছেন। আর তিনি নাকি সিঙ্গাপুরে থাকেন। তবে এতদিন পর্যন্ত মুখে টু শব্দটি না করলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে সব খলসা করলে নায়িক(Apu Biswas) নিজেই।
আরও পড়ুন,
Yoga: ত্বকের জেল্লা ধরে রাখবে এই ৩ আসন, শরীরও সুস্থ থাকবে
ওপার বাংলার জনপ্রিয় নায়িকা অপু (Apu Biswas) সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, একটি গাড়িকে কেন্দ্র করেই সব আলোচনার সূত্রপাত। তিনি কোনও এক পরিচিতের গাড়ি নিয়ে কোনও এক কাজে গিয়েছিলেন। সেই গাড়ির নম্বরের মাধ্যমে গাড়িমালিকের নথি জোগাড় করা হয়। সেই সূত্রে ধরে নেওয়া হয়েছে, ঐ গাড়িমালিকের সঙ্গেই সম্পর্কে রয়েছেন নায়িকা। অপুর কথায়- “না জেনে শুধুমাত্র কল্পনাশক্তির মাধ্যমে একটা কিছু বলে দেওয়ার কোনও মানেই হয় না। আর কিছুই বলতে চাই না।”
অভিনয় পেশার পাশাপাশি বেশ কয়েকটি ব্যবসাও রয়েছে তার৷ শাকিবের সঙ্গে বিবাহবিচ্ছে হলেও ছেলের জন্য অনেক সময় তাঁদের দেখা হয়। তখন তারা একসঙ্গে সময়ও কাটান৷