Riju: ‘মেয়েদের মেসেজ করে কোনো ভুল করিনি’, উত্ত্যক্ত করার অভিযোগ উঠতেই কী সাফাই ঋজুর

Riju Biswas: অভিনেতা ঋজু বিশ্বাসের বিরুদ্ধে এক মডেলের উত্যক্তের অভিযোগে তোলপাড় নেটমাধ্যম। পাল্টা মানহানির মামলা করলেন অভিনেতা। আর্থিক সংকটের মধ্যেই আইনি লড়াই শুরু।

সমাজমাধ্যমে ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়ার পর চরম বিতর্কে জড়ালেন অভিনেতা ঋজু বিশ্বাস। দু’দিন আগে আচমকাই ভাইরাল হয় ঋজু এবং এক উঠতি মডেলের ব্যক্তিগত কথোপকথন। অভিযোগ, অভিনেতা ব্যক্তিগত বার্তা পাঠিয়ে উত্যক্ত করেছেন ওই মডেলকে। এরপর একে একে আরও কয়েকজন মহিলা একই অভিযোগ তোলেন। ফলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় ঋজুকে।

গত সাত মাস ধরে কোনও ধারাবাহিকে দেখা যায়নি অভিনেতাকে। মায়ের ক্যানসারের চিকিৎসা ও আর্থিক টানাপড়েনের কারণে অনেকটাই কর্মক্ষেত্র থেকে দূরে রয়েছেন তিনি। এর মধ্যেই এমন বিতর্কে জড়াবেন—কল্পনাও করেননি বলে জানান ঋজু।

অভিনেতার দাবি, তিনি কাউকে অশালীন বার্তা দেননি। তাঁর কথায়, “মেসেজ করা কি অপরাধ? কেউ কি দেখাতে পারবেন আমি অশালীন কোনও প্রস্তাব দিয়েছি? ফেসবুকে এক জন অন্য জনকে মেসেজ করতেই পারে।” বন্ধুমহলের পরামর্শ ছিল ‘প্রোফাইল হ্যাক’ হয়েছে বলে দায় এড়াতে, কিন্তু ঋজু তাতে রাজি হননি। তিনি জানান, “মিথ্যে কথা বলতে পছন্দ করি না। অনেককেই মেসেজ করেছি, সৌজন্যবশত প্রশংসাও করেছি। শাড়িতে ভাল লাগছে বলা কি অন্যায়?”

এই অভিযোগের জবাবে অভিনেতা ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করেছেন। উঠে আসা মডেলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি। বর্তমানে আর্থিক অনটনের মধ্যে থাকা ঋজু(Riju Biswas) দ্রুত কাজে ফিরতে চান বলে জানান।

FAQ

1. প্রশ্ন: কীভাবে বিতর্কের সূত্রপাত?
উত্তর: সমাজমাধ্যমে ঋজু বিশ্বাস ও এক মডেলের ব্যক্তিগত কথোপকথন ভাইরাল হওয়ার পর।

2. প্রশ্ন: মডেলের অভিযোগ কী?
উত্তর: ঋজু তাঁকে ব্যক্তিগত বার্তা পাঠিয়ে উত্যক্ত করেছেন।

3. প্রশ্ন: আরও কি কেউ অভিযোগ করেছে?
উত্তর: হ্যাঁ, আরও কয়েকজন মহিলা একই অভিযোগ তুলেছেন।

4. প্রশ্ন: ঋজুর প্রতিক্রিয়া কী?
উত্তর: তিনি দাবি করেছেন কোনও অশালীন প্রস্তাব দেননি।

5. প্রশ্ন: ‘প্রোফাইল হ্যাক’ বলার পরামর্শ কে দিয়েছিলেন?
উত্তর: ঋজুর কয়েকজন বন্ধু এ পরামর্শ দিয়েছিলেন।

6. প্রশ্ন: অভিনেতা কি সেই পথে হেঁটেছেন?
উত্তর: না, তিনি মিথ্যে বলতে চাননি এবং দায় স্বীকার করেননি।

7. প্রশ্ন: তিনি ঠিক কী বলেছেন নিজের বার্তা নিয়ে?
উত্তর: শুধু সৌজন্যমূলক প্রশংসা করেছেন, কোনও অশালীনতা করেননি।

8. প্রশ্ন: ঋজু কি আইনি পদক্ষেপ নিয়েছেন?
উত্তর: হ্যাঁ, তিনি মডেলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

9. প্রশ্ন: অভিনেতার বর্তমান আর্থিক পরিস্থিতি কেমন?
উত্তর: মায়ের ক্যানসারের চিকিৎসা সামলাতে কঠিন আর্থিক সংকটের মধ্যে আছেন।

10. প্রশ্ন: তিনি এখন কী চান?
উত্তর: দ্রুত কাজে ফিরে যেতে চান এবং পরিস্থিতি স্বাভাবিক করতে চান।

আরও পড়ুন
‘রানি কটকটি’ লুকে চান্দ্রেয়ী ঘোষ, হঠাৎ পুরোনো রূপে অভিনেত্রীকে দেখে কী বলছেন ভক্তরা?

#RijuBiswas
#SocialMediaControversy
#LegalAction

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক