ঘরে স্ত্রী থাকতেও প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিলেন যুবক। স্বাভাবিক ভাবেই তাতে আপত্তি জানান স্ত্রী। এই নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে, শনিবার অশান্তি চরমে ওঠে। অভিযোগ উঠেছে, এই ঘটনার পরই স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ঘটনাস্থানেই মৃত্যু বছর ২৫ এর মহিলার।
বিহারের নালন্দা জেলার ঘটনাটি, ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুনীতা দেবী। পাঁচ বছর আগে নালন্দার একটি গ্রামের যুবক বিকাশ কুমারের সঙ্গে বিয়ে হয় সুনীতার। তাঁর বাবার দাবি জানিয়েছেন, সুনীতার বিয়ে দেওয়ার পর তাঁরা জানতে পারেন, বিকাশ আগেও একটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর সাথে বনিবনা না হওয়ার কারনে বিবাহবিচ্ছেদ হয়। এর পর সুনীতার সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। সুনীতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই বিকাশ নানা প্রকার হেনস্থা চালাতেন সুনীতার উপর। দিনের পর দিন সেই অত্যাচারের মাত্রা বেড়েই চলছিল। সুনীতার দুই সন্তান জন্মের পর পরই মারা যায়। এই ঘটনার পর থেকে বিকাশ সুনীতাকে বার বার বলতেন, সে প্রেমিকাকে বিয়ে করবেন।
তা নিয়ে ওদের মধ্যে অশান্তির সূত্রপাত। এর পর একবার সুনীতা বাপের বাড়ি চলে আসেন। গত মাসে বিকাশ সুনীতাকে বুঝিয়ে ফের ফিরিয়ে নিয়ে যায়। এমনটাই জানিয়েছেন সুনিতার বাবা। ঘটনা প্রসঙ্গে সুনীতার দাদা জানান, শনিবার গভীর রাতে তাঁদের ফোন করে বোন সুনীতা, সে জানিয়েছে যে বিকাশ তাঁর গায়ে পেট্রল ঢেলে ঘরের মধ্যে আটকে রেখেছে। এর পর ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের পাইপ খুলে দিয়েছেন বিকাশ। আর তার পর দেশলাই কাঠি জ্বালিয়ে সেই ঘরে ফেলে সেখান থেকে পালিয়ে যান। ঘটনায় অগ্নিদ্বদ্ধ হয়ে মৃত্যু হয় সুনীতার।
আরও পড়ুন,
প্লাস্টিকের বোতলে জল পান করেন? অজান্তে শরীরে ঢুকছে ‘বিষ’
সুনীতার পরিবার বিকাশের বাড়ি পৌঁছে দেখেন, বিকাশের পরিবার সুনীতার শেষকৃত্যের আয়োজন করছে। তাদেরকে দেখে সেখান থেকে পালায় বিকাশ এবং তার পরিবার। এমনটাই দাবি সুনীতার পরিবারের। অভিযুক্তদের তল্লাশি চলছে।