বিয়েটা হবে তো? সোহিনী-শোভনের বিয়ে নিয়ে বেড়েই চলেছে ধোঁয়াশা

টলি পাড়ায় ফের শুরু হতে চলেছে বিয়ের মরশুম। শোনা যাচ্ছে আগামী ১৮ই জুলাই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সোহিনী সরকার ও শোভন গাঙ্গুলি। শোভন গানের জগতের মানুষ, অপরদিকে সোহিনী অভিনয় জগতের। তবে তাদের সম্পর্কের উপর তার কোনো প্রভাব পড়েনি৷ যদিও নিজেদের সম্পর্ক নিয়ে তারা বিশেষ খোলামেলা হননি তবে কখনও তা পুরোপুরি অস্বীকার করেননি।

সূত্রের খবর অনুযায়ী, চলতি মাসে শহরের বুকে বসতে চলেছে তাদের বিয়ের আসর। তবে এই ব্যাপারে সোহিনী বা শোভন কেউই কথা বলতে নারাজ। টলিউডের এই জুটি বিয়েটা আপাতত আড়ালে করতে চাইছেন। তাই এই বিষয় নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না কথা বলতে। কিন্তু মিডিয়ার লোকজন দু’জনকে ছাড়তে চাইছেন না। জানা যাচ্ছে, আগামী ১৮ই জুলাই একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তারা।

তবে তার আগে আইনি বিয়ে সারবেন তারা। ইতিমধ্যে রূপটান শিল্পী, শপিং, ফটোগ্রাফার সবকিছুই ঠিক হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি সোহিনী এক সাক্ষাৎকারে জানান, “বিয়েটা হলে হবে, আর কী! তবে বিয়ে হলে সেটার প্রিমিয়ার হবে না।” বিয়ের কথা তারা সরাসরি স্বীকার না করলেও এড়িয়ে যাচ্ছেন না কেউই।

শোভন বেশ কিছু মাস আগে এক সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন যেখানে তাকে সোহিনীর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল। শোভন সেই ছবিতে ক্যাপশন হিসেবে লেখেন, “শেষ সবকিছু তোমার জন্য তোলা রইল।” এরপর থেকেই তাদের নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে সেই জল্পনার সম্পর্কে শিলমোহর পড়তে চলেছে খুব শীঘ্রই।