ফুল পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে। সৌন্দর্য্য এবং সুগন্ধের কারণে অনেকেই বাড়িতে বিভিন্ন ফুল গাছ লাগিয়ে থাকেন। কেউ কেউ বাগান করে সেখানে ফুলের গাছ লাগান, আবার অনেকে জায়গা না থাকার কারণে ঘরেই টবে বিভিন্ন গাছ লাগাতে পছন্দ করেন।
ঘরের মধ্যে গাছ থাকলে সুগন্ধের পাশাপাশি মনও ভালো থাকে। সেরকমই একটি ফুল গাছ হলো জুঁই ফুল। এই ফুলের সুগন্ধ নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি সেটা দেখতেও হয় অসাধারণ। বিভিন্ন উৎসব, অনুষ্ঠানে খোপায় জুঁই ফুলের মালা দিতে দেখা যায় মহিলাদের।
তবে অনেক সময় দেখা যায় সঠিক যত্ন-পদ্ধতি না জানার কারণে জুঁই গাছ বেশি ফুল দেয় না। আজ আমরা সেরকমই কিছু নিয়ম সম্পর্কে জানবো। যেগুলো মেনে চললে আপনার গাছ ভরে উঠবে ফুলে ফুলে।
প্রথমত গাছে জল নিকাশি ব্যবস্থা ভালো রাখুন। তবে যেন জল না জমে থাকে। তাহলে কিন্তু এই গাছ নষ্ট হয়ে যায়।
দ্বিতীয়ত এই গাছ খুব বেশি রোদে রাখবেন না তাহলে গাছ ঝলসে যাবে। সূর্য ওঠার পর কিছুক্ষণ এবং সূর্যাস্তের সময় এই গাছ বাইরে রাখুন তারপর ফের ঘরে নিয়ে যাবেন।
কলার খোসার সার দিলে জুঁই গাছ ভরে উঠবে ফুলে। এই সার জুঁই গাছের জন্য ভীষণই উপকারী।
ফুল ফোটার আগে জুঁই গাছ ছেঁটে দেবেন। তাহলে দেখবেন অনেক বেশি সংখ্যায় ফুল ফুটবে গাছে।