শীতে ত্বকের যত্ন নেবে আইস কিউব! কোন উপাদানে বানাবেন কোন ত্বকের জন্য?

শীতের মরশুমে ত্বক হয়ে ওঠে টানটান, শুষ্ক ও নিস্তেজ। মেকআপের আগে মুখে বরফ ঘষে নিলে ত্বক সতেজ হয়, ঘাম কম হয়, আর রক্ত সঞ্চালন বেড়ে ত্বক পায় স্বাভাবিক উজ্জ্বলতা। তবে ত্বকের ধরন না বুঝে মুখে সরাসরি বরফ লাগালে ফ্রস্ট বাইটের ঝুঁকিও কম নয়। তাই ডার্মাটোলজিস্টরা বলছেন—ত্বকের প্রয়োজন অনুযায়ী যদি বিভিন্ন উপাদান দিয়ে আইস কিউব বানানো যায়, তা হলে তা হতে পারে পুরোপুরি ন্যাচারাল স্কিনকেয়ার সলিউশন।

নিচে রইল চার ধরনের ঘরোয়া আইস কিউব ও তার উপকারিতা

শীতে ত্বকের যত্ন নেবে আইস কিউব! কোন উপাদানে বানাবেন কোন ত্বকের জন্য?
শীতে ত্বকের যত্ন নেবে আইস কিউব! কোন উপাদানে বানাবেন কোন ত্বকের জন্য?

১)

মিল্ক আইস কিউব: সংবেদনশীল ও শুষ্ক ত্বকের জন্য আদর্শ

দুধে উপস্থিত প্রাকৃতিক ল্যাক্টিক অ্যাসিড ত্বককে হালকা এক্সফোলিয়েট করে। শুষ্ক বা প্রদাহজনিত সমস্যার ত্বকে মিল্ক আইস কিউব ম্যাজিকের মতো কাজ করে।

কীভাবে ব্যবহার করবেন:
ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। তারপর একটি মিল্ক আইস কিউব ১–২ মিনিট মুখে লাগান। শেষে ঈষদুষ্ণ জল দিয়ে মুখ ধুয়ে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন। ত্বক হবে নরম ও উজ্জ্বল।

২)

অ্যালোভেরা আইস কিউব: স্পর্শকাতর ত্বকের সেরা বন্ধু

অ্যালোভেরার জেল ত্বকের জ্বালাপোড়া, কেটে যাওয়া, র‍্যাশ বা অ্যালার্জির মতো সমস্যায় দ্রুত আরাম দেয়। সংবেদনশীল ত্বকের জন্য এটি সবচেয়ে নিরাপদ প্রাকৃতিক উপাদান।

কীভাবে তৈরি করবেন:
অ্যালোভেরা পাতার ভেতরের শাঁস ব্লেন্ড করে নিন। চাইলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার বা টি-ট্রি এসেনশিয়াল অয়েল মিশিয়ে বরফের ট্রেতে জমিয়ে নিন।

উপকার: লালচে ভাব কমায়, ত্বককে ঠাণ্ডা রাখে, ব্রণ বা ইনফ্লেমেশনের সমস্যা কমাতে সাহায্য করে।

৩)

গ্রিন টি আইস কিউব: ফোলাভাব ও ওপেন পোরস কমাতে কার্যকর

অ্যান্টিঅক্সিডেন্ট-সমৃদ্ধ গ্রিন টি মুখের ফোলাভাব ও পাফিনেস দূর করে। ওপেন পোরস, ইনফ্লেমেশন এবং ডার্ক সার্কল কমাতেও দুর্দান্ত।

কীভাবে ব্যবহার করবেন:
ঠান্ডা গ্রিন টি বরফের ট্রেতে জমিয়ে প্রতিদিন সকালে আইস কিউবটি চোখের নিচে ও মুখে লাগান। কয়েক দিনের মধ্যেই বদল চোখে পড়বে।

৪)

কাঁচা হলুদ ও মধুর আইস কিউব: ব্রণপ্রবণ ত্বকের জন্য

হলুদে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দমন করে। মধু ত্বকের আর্দ্রতা ধরে রাখে।

টিপস:
হলুদে যাঁদের অ্যালার্জি আছে তাঁরা ব্যবহার এড়িয়ে চলুন। ভালো মানের কাঁচা হলুদ ব্যবহার করা জরুরি।

সতর্কতা
মুখে কখনও সরাসরি বরফ চেপে ধরে রাখবেন না।
বরফ র‍্যাপার বা পাতলা কাপড়ে মুড়ে ব্যবহার করুন।
অতিরিক্ত ঠান্ডা সংস্পর্শে ফ্রস্ট বাইটের ঝুঁকি বাড়ে।
দিনে একবারের বেশি ব্যবহার না করাই ভালো।

শেষ কথা

বরফ ত্বক টানটান ও উজ্জ্বল করে তুললেও, সঠিক উপাদানে বানানো আইস কিউব ত্বকের জন্য হতে পারে আরও উপকারী। শীতকালে এই চার ধরনের ন্যাচারাল আইস কিউব আপনার স্কিনকেয়ার রুটিনে বাড়িয়ে দেবে নতুন মাত্রা।

আরও পড়ুন

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক