‘মহিলারা পুরুষের স্পর্শ বুঝি’, এক পরিচালকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শ্রীলেখার

এবার এক পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র! যদিও পরিচালকের পাল্টা অভিযোগ কাজে সুযোগ না দেওয়ার কারণেই নাকি অভিনেত্রী তার বিরুদ্ধে মিথ্যে প্রচার চালাচ্ছেন। অভিনেত্রী এই অভিযোগ তুলেছেন মালায়ালি পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে।

যিনি আবার কেরালা রাজ্যের চলচ্চিত্র অ্যাকাডেমীর প্রধান। এই বিষয়ে শ্রীলেখা সংবাদমাধ্যমকে বলেন ‘পালেরি মণিক্যম: ওরু পাথিরাকোলাপাথাকাথিনতে কথা’ সিনেমার অডিশনের সময় তাকে যৌন হেনস্থা করেছেন ওই পরিচালক। তার মতে তিনি এক সিনেমাটোগ্রাফারের সাথে ফোনে কথা বলছিলেন, তখন রঞ্জিত তাকে শোয়ার ঘরের দিকে নিয়ে যান।

বলেন, ‘আমি ভেবেছিলাম ভীড় এড়ানোর জন্য তিনি ডাকছেন। ঘরটি বেশ অন্ধকার ছিল, আমি বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। হঠাৎ তিনি আমার হাতের চুড়িগুলো নিয়ে খেলতে লাগলেন। আমরা মহিলারা পুরুষের স্পর্শ বুঝি। আমার অস্বস্তি হচ্ছিলো। কারণ, তার সাথে আমার অতটা বন্ধুত্ব ছিল না। এরপর তিনি আমার ঘাড় এবং চুল স্পর্শ করতে থাকেন। আমি সাথে সাথে ঘর থেকে বেরিয়ে যাই।’

এই ঘটনায় বেশ ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তবে তিনি কারো সাথে ভাগ করে নিতে পারেননি। তিনি বলেন ঘটনা ঘটার পর তিনি তার হোটেলে ফিরে যান এবং খুব আতঙ্কের মধ্যে সারা রাত কাটিয়েছিলেন। তার শুধু মনে হচ্ছিলো কেউ যদি দরজায় এসে কড়া নাড়ে? তাইতো দিনে আলো ফোটার অপেক্ষা করছিলেন। সাথে এও বলেন তার ফেরার টিকিটের ব্যবস্থা করে দেওয়া হয়নি।

তবে তার অভিযোগকে অস্বীকার করে পরিচালক বলেন, ‘চিত্রনাট্যকার শঙ্কর রামাকৃষ্ণনের উপস্থিতিতে আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম। গল্প শোনার পর শ্রীলেখা খুশি হয়েছিলেন। আমি একটু সংশয়ে ছিলাম কোন চরিত্র শ্রীলেখাকে দেওয়া যাবে ভেবে। কিন্তু শেষ পর্যন্ত তাকে কোনো চরিত্র দেওয়া হয়নি। তাই তিনি যৌন হেনস্থার অভিযোগ এনেছেন।’

আরও পড়ুন,
*তদন্তের স্বার্থে পলিগ্রাফ পরীক্ষা, সন্দীপ ঘোষ সহ কত জনের? হাজির দিল্লি থেকে CBI-এর বিশেষ দল