জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ ঘিরে এখন চরম চর্চা। গল্প নয়, আলোচনার কেন্দ্রবিন্দু অভিনেত্রী দিতিপ্রিয়া রায় ও অভিনেতা জিতু কমল। দু’জনের ব্যক্তিগত অস্বস্তি, অভিযোগ–প্রতিঅভিযোগে জড়িয়ে পড়েছে ধারাবাহিকটির ভবিষ্যৎই।
নো-টাচ পলিসি! নায়িকার স্পষ্ট অস্বস্তি
ইন্ডাস্ট্রির সূত্রে খবর, নায়ক জিতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে মোটেই স্বচ্ছন্দ নন দিতিপ্রিয়া। এতটাই যে তিনি নাকি সেটে ‘নো-টাচ পলিসি’ জারি করেছেন। ক্রিয়েটিভ টিমও নাকি চাইছেন পরিস্থিতি সামাল দিতে নায়ককে সেট ছাড়তে।
এমন উত্তেজক পরিস্থিতির মাঝেই জিতু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, যেগুলি তিনি প্রযোজনা সংস্থার মাধ্যমেই জানতে পেরেছেন।
অতীতে ছিল অন্য চিত্র
ধারাবাহিকের শুরুর দিনগুলোতে কিন্তু সম্পর্ক ছিল স্বাভাবিক। এক পুরনো সাক্ষাৎকারে দিতিপ্রিয়া নিজেই জানিয়েছিলেন, ছোটবেলায় তাঁকে কোলে নিয়ে ঘোরাতেন জিতু। বয়সে ১৫ বছরের বড় জিতু–দিতিপ্রিয়ার জুটি ছিল সিরিয়ালের অন্যতম ইউএসপি—অসম বয়সের প্রেম, পুনর্জন্ম, আবেগের গল্প।
অভিযোগের আগুন: কোথায় শুরু দ্বন্দ্ব?
ঝামেলার সূত্রপাত সেপ্টেম্বরের মাঝামাঝি। দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়ায় জানান—
জিতু নাকি তাঁকে অস্বস্তিকর মেসেজ পাঠিয়েছেন।
AI দিয়ে বানানো চুম্বনের ভিডিও পাঠানো হয়েছিল।
একবার তিনি জানালে যে হাসপাতালে যেতে হচ্ছে, জিতুর জবাব নাকি ছিল— “কেন, প্রেগন্যান্ট?”
এসব ‘ইয়ার্কি’তে অভ্যস্ত না হওয়ায় তিনি অভিনেতার সঙ্গে শট দিতে অস্বস্তি বোধ করছেন— এমনটাই দাবি।
তখনকার মতো প্রযোজনা সংস্থা বিষয়টি চেপে রাখলেও, সাম্প্রতিক শুটিংয়েই ফের শোরগোল।
অসুস্থতার মাঝেও শুট, তবুও সন্দেহ!
কয়েকদিন আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জিতু। এখনও পুরোপুরি সুস্থ নন, তবুও শুটিং করছেন। অন্যদিকে দিতিপ্রিয়াও শনিবার দেরিতে সেটে পৌঁছন, তবে আলাদা আলাদা শটেই কাজ হয়েছে নির্বিঘ্নে।
কিন্তু অভিযোগ—দিতিপ্রিয়া নাকি বলেছেন, জিতু অসুস্থতার নাটক করছেন। জিতুর দাবি, তাঁকে বলা হয়েছে তিনি মহিলা-সহঅভিনেত্রীদের সঙ্গে অভিনয় করার যোগ্য নন।
জিতুর ক্ষোভ: “আমার কি আত্মসম্মান নেই?”
নিজের পোস্টে জিতু লেখেন—
“আমি খুব খারাপ একজন মানুষ, মহিলা অভিনেতাদের সঙ্গে অভিনয় করার যোগ্য নই, শরীর খারাপের মিথ্যে নাটক করছি। তা না হলে হাসপাতালে থেকে ফিরে ১০ ঘণ্টা কাজ করছি কী করে?”
সব অভিযোগই নাকি তাঁকে মৌখিকভাবে জানানো হয়েছে। তাই নিজের আত্মসম্মান বাঁচাতেই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। যদিও তিনি কারও প্রতি বিশেষ অভিযোগ তোলেননি।
সেটে এখন উত্তেজনা তুঙ্গে
শুক্রবারের হাই ভোল্টেজ ড্রামা, শনিবারের টানাপোড়েন—সব মিলিয়ে ‘চিরদিনই তুমি যে আমার’-এর সেটে এখন থমথমে পরিবেশ। সিরিয়ালের গল্প এগোচ্ছে ঠিকই, কিন্তু বাস্তবের সম্পর্ক অস্থির হয়ে উঠেছে।
যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, দর্শকের মনে প্রশ্ন—এই ঝামেলা কি সিরিয়ালের ভবিষ্যৎ অতলে নিয়ে যাবে, নাকি টিম মিলেমিশে ফের স্বাভাবিক হবে কাজ?
আরও পড়ুন
কালিমালিপ্ত হচ্ছে টলিউড! প্রকাশ্যে এল ব্যক্তিগত কলহ : জীতু-দিতিপ্রিয়ার কোন্দল নিয়ে টেলিপাড়া
