‘তুমি আমাকে চমক দাও’, কন্যা সারার বিশেষ মুহূর্তের ছবি পোস্ট নীলাঞ্জনার

কঠিন সময়ে মেয়েরাই তাকে আগলে রেখেছেন। তাইতো মেয়েদের মধ্যেই জীবনের হাসিখুশি, আনন্দ খুঁজে পান পরিচালক তথা প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত। যদিও নিজের নাম থেকে ‘সেনগুপ্ত’ পদবী মুছে ফেলেছেন অনেক আগেই। নেপথ্যে রয়েছে স্বামী যীশু সেনগুপ্তের সাথে মনোমালিন্য।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি, যেখানে নিত্যদিন নিজের এবং মেয়েদের নানান ছবি পোস্ট করেন। সম্প্রতি বড়ো কন্যা সারা সেনগুপ্তের ফটোশ্যুটের কয়েকটি ছবি তিনি পোস্ট করেছেন। যা দেখে এটাই স্পষ্ট হয় তিনি একজন গর্বিত মা। আমরা সকলেই জানি যে সন্তানদের সাফল্যে বাবা-মায়ের জীবনে গৌরব নিয়ে আসে।

ব্যতিক্রমী নন নীলাঞ্জনাও। ইতিমধ্যে সারা মডেলিংয়ে মাধ্যমে কেরিয়ার শুরু করেছেন। সেই কারণেই ফটোশ্যুটে অংশ নিতে দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি তার কয়েকটা ছবি পোস্ট করেছেন নীলাঞ্জনা। যেখানে দেখা যাচ্ছে আত্মবিশ্বাসী চাহনিতে তাকিয়ে রয়েছেন সারা।

তার পরনে রয়েছে কালো রংয়ের শর্ট স্কার্ট এবং সবুজ রঙের টপ। চোখে ঘন কাজল, চুল পেছনে টেনে বাঁধা। ক্যাপশনে লিখেছেন, ‘প্রত্যেকদিন তুমি আমাকে চমক দাও। প্রত্যেকদিন তুমি আমার মুখে হাসি নিয়ে আসো। আমার প্রতিটা দিন বিশেষ তোমার জন্য। আমার প্রথম সন্তান সারা সেনগুপ্ত।’

উল্লেখযোগ্য, খুব কম বয়সেই মডেলিং দুনিয়ায় পা রেখেছেন সারা। পড়াশোনার পাশাপাশি নিজের কেরিয়ারেও কাজ করছেন জোরকদমে। বিভিন্ন নামী ফ্যাশন শো’তেও হাঁটতে দেখা গিয়েছে তাকে। যে সব ভিডিও এবং ছবি ভাগ করে নিয়েছেন তার মা নীলাঞ্জনা। আসলে মেয়েদের সব লসময় উৎসাহ দিতে দেখা যায় তাকে।

আরও পড়ুন,
*নিক জোনাসের জন্মদিনে ভালোবাসায় ভরিয়ে তুললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া!