উৎসবের আবহে নতুন ফিচার্স আনল Zomato, উপকৃত হবেন গ্রাহকেরা

kmc 20241027 121205 hOV9QfZ50d

উৎসবের আবহে এবার ফুড ডেলিভারি অ্যাপ Zomato-র তরফে এক দারুণ সুবিধা প্রদান করা হচ্ছে। নতুন ফিচার্সে এবার যারা Zomato-তে খাবার অর্ডার করবেন তারা শিডিউল করে অর্ডার করতে পারবেন। অর্থাৎ দু’দিন পর খাবার যে সময় লাগবে তা দু’দিন আগেই অ্যাপের মাধ্যমে শিডিউল করে অর্ডার করা যাবে। এর ফলে অর্ডার করা খাবার নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবে। আপনি যে সময়ে চান সেই সময়ে আপনি অর্ডার করে রাখা খাবারটি পেয়ে যাবেন।

নতুন অর্ডার শিডিউল ফিচার মানুষের জন্য চালু করতে পেরে খুশি Zamato। কেউ যদি বাড়িতে বা অফিসে কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য খাবার অর্ডার করে দিতে চান তাহলে তিনি আগে থেকেই শিডিউল করে রাখতে পারেন। এরপর আপনার শিডিউল করে রাখা সময়ে যথাস্থানে পৌঁছে যাবে খাবার। এই নতুন ফিচার্সের মাধ্যমে অনেকেই উপকৃত হবেন বলে মনে করছে Zomato।

Zomato মনে করছে, এই নতুন ফিচার্স যা আপনাকে আপনার অর্ডারগুলির উপর আরও বেশি নিয়ন্ত্রণ দেয়। এর আগে যারা খাবার অর্ডার করতেন তারা ২ ঘন্টা আগে অর্ডার করতেন। কিন্তু এই নতুন নিয়মে তারা ২ দিন আগে থেকেই খাবার অর্ডার করতে পারবেন। এরফলে অনেকটাই সুবিধা হবে। ইতিমধ্যে দেশের বেশ কিছু শহরে এই সুবিধা চালু করে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ Zomato।

দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, পুণে, রায়পুর, আহমেদাবাদ সহ দেশের ৩০টি শহরে চালু হয়েছে এই নতুন সুবিধা। নতুন অর্ডার শিডিউলিং-এর মাধ্যমে গ্রাহক তার খাবার তখনই পাবেন যখন এটি তিনি চান। যেই সময় তিনি বেছে নেবেন তখনই তিনি তার খাবারটি পেয়ে যাবেন। তার জন্য প্রথমে গ্রাহকদের Zomato অ্যাপে যেতে হবে। এরপর তিনি তার পছন্দ মতন খাবার নির্বাচন করে এরপর অর্ডারটি সুবিধা মতন সময়ে শিডিউল করে দিতে পারবেন।

এটি দুই ঘন্টা থেকে দুই দিন পর্যন্ত আগে হতে পারে। এরপর Zomato গ্রাহকের থেকে টাইম স্লট যাবে। সেইসময় খাবার নতুনভাবে প্রস্তুত করা হবে। এরপর সেটি সম্পূর্ণ গুণমানের সঙ্গে সরবরাহ করা হবে। গ্রাহক অর্ডার করার পর যদি মনে করেন অর্ডার শিডিউলিং তিনি সেটি বাতিল করবেন সেটিও করতে পারবেন৷ তবে গ্রাহকদের মাথায় রাখতে হবে খাবারটি ডেলিভারি হওয়া সময়ের তিন ঘন্টা আগে বাতিল করা যেতে পারে।