‘নিতম্বে ক্যামেরা জুম করুন’, পাপারাজ্জিদের এমন কথাই বলে বসলেন নোরা ফতেহি

‘আমার নিতম্বে ক্যামেরা জুম করুন!’ রাগের মাথায় পাপারাজ্জিদের এমন কথাই বলে বসলেন অভিনেত্রী নোরা ফতেহি। সকলেই জানেন বলিউডের এই অভিনেত্রী তার শারীরিক চেহারার জন্য বেশি আকর্ষণীয়। পাপারাজ্জিরা রীতিমতো মুখিয়ে থাকেন তার ছবি তোলার জন্য।

তিনি যেখানেই যান না কেন সেখানে পাপারাজ্জিদের ভীড় লেগে যায়। সম্প্রতি সেই বিষয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেত্রী। বলেন, ‘আমার সুঠাম শরীর নিয়ে আমি গর্বিত। এই শরীর রাখার জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়। বিশেষ করে আমার নিতম্ব সবথেকে বেশি আকর্ষণীয়। তাই ছবি শিকারিরা আমার নিতম্বেই বেশি জুম করেন।’

তিনি আরো বলেন, ‘বলিউডে এমন কোনো অভিনেত্রী নেই যার আমার মতোন উঁচু নিতম্ব রয়েছে। তাই ছবি শিকারিরা আমাকে দেখলে নিতম্বের ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়েন। তবে অন্যান্য অভিনেত্রীদের হয়তো শরীরের অন্য অংশ তাদের প্রিয়। এই আচরণ দেখে আমি একটা কথাই বলবো আমার নিতম্বে জুম করে দেখুন সবই আসল কিছুই নকল নয়।’

আসলে ছবি শিকারিদের আচরণে একপ্রকার বিরক্ত হয়েই এই কথা বলেছেন তিনি। আমরা দেখি তারকারা যেখানেই যান না কেন সেখানে পাপারাজ্জিরা ভীড় জমান। তাদের ব্যক্তিগত কোনো সময় উপভোগই করতে দেন না। এই বিষয়গুলি তারকারা মোটেই পছন্দ করেন না।

তাইতো মাঝেমধ্যেই এই নিয়ে মুখ খুলতে দেখা যায় বিভিন্ন তারকাদের। উল্লেখযোগ্য, বলিউডে আইটেম গার্ল হিসেবে পরিচিতি লাভ করলেও নোরা কিন্তু কানাডার নাগরিক। অভিনয়ের চেয়ে নাচের মাধ্যমেই বেশি মন জয় করেছেন দর্শকদের। বর্তমানে তিনি তার কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন।

আরও পড়ুন,
*বাড়ির ছাদে বস্তায় হবে কিলো কিলো শসা, জানুন পদ্ধতি
*Nora Fatehi: নিউইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে এই ভাবে পোজ নোরার, প্রশংসার বন্যা সোশ্যাল মিডিয়ায়

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক