“দেবের ‘প্রাক্তন’ আমার স্ত্রী”, দেব-শুভশ্রীর ‘ধুমকেতু’ ট্রেলার মুক্তির অনুষ্ঠান ঘিরে কী প্রতিক্রিয়া দিলেন রাজ চক্রবর্তী?

অবশেষে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ধুমকেতু। দীর্ঘ কয়েক বছর আগে ছবির সমস্ত কাজ শেষ হয়ে গেলেও ছবিটি মুক্তি পায়নি। অবশেষে আগামী ১৪ই আগস্ট ছবিটি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। আর তারই ট্রেলার মুক্তি পেলো গতকাল অর্থাৎ সোমবার নজরুল মঞ্চে। সেখানে হাতে হাত ধরে মঞ্চে প্রবেশ করলেন দেব ও শুভশ্রী। টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ফের বড় পর্দায় ফিরছে এই উন্মাদনা সকলের মাঝে গতকাল লক্ষ্য করা গিয়েছে।

নানান কথায়, হাসি, গান ও নাচে জমে উঠেছিল অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠানে হাজির থাকতে দেখা যায়নি রাজ চক্রবর্তীকে। তবে এই বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। রাজ নিজেই জানালেন গতকালের অনুষ্ঠান তার ভালো লেগেছে। তবে তিনি সরাসরি অনুষ্ঠানে হাজির থাকতে না পারলেও শুভশ্রীর এই অনুষ্ঠানে যোগ দেওয়ায় তিনি খুশি হয়েছেন বলেও জানিয়েছেন।

এর পাশাপাশি রাজ চক্রবর্তী বলেন, “আমার স্ত্রী-র যে কোনও কাজে আমি পাশে থাকব, এটাই স্বাভাবিক। এর মধ্যে বলার মতো কিছু তো নেই! তেমনই আমি কী করছি, কী করব, সব শুভ জানে।” দীর্ঘ নয় বছর পর বড় পর্দায় দেব শুভশ্রী জুটি ফিরছে সেই বিষয়ে রাজ জানান, দেব ও শুভশ্রী জুটি যাতে সকলে অনেকদিন পর্যন্ত মনে রাখে সেটিই সকলের লক্ষ্য। তবে এই অনুষ্ঠানে হাজির না হওয়ার প্রসঙ্গে রাজ জানান তিনি এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নন।

এছাড়া তার নিজের কাজ থাকায় তিনি হাজির হতে পারেননি। যেহেতু তিনি জুম কলে ব্যস্ত থাকায় অনুষ্ঠানের লাইভও দেখতে পারেননি। রাজ চক্রবর্তীর কাছে সবসময় তার কাজ বেশি গুরুত্ব পায় বলে জানিয়েছেন তিনি। গত বছর দেবের ‘খাদান’ ও রাজ চক্রবর্তীর ‘সন্তান’ মুক্তি পায়। সেই বিষয়ে দেব গতকাল মঞ্চ থেকে রাজ চক্রবর্তীর একটি প্রতিক্রিয়ার কথা জানিয়ে তার খারাপ লাগা প্রকাশ করেছিলেন। এই বিষয়ে রাজ জানান, রাজ চক্রবর্তী সবসময় কাউকে না কাউকে ‘গিয়ার আপ’ করে। তবে এর পাশাপাশি তিনি বলেন, তিনি দেবকে ভালোবাসেন, সম্মান করেন ও পছন্দ করেন।

Jsjsjzjns 8DE0C7oZ7S

তবে শুভশ্রীর সঙ্গে দেবের কোনও মিল আছে কিনা এই প্রশ্নের উত্তরে রাজ চক্রবর্তী জানান, “দেবের ‘প্রাক্তন বান্ধবী’ শুভশ্রী বর্তমানে আমার স্ত্রী। সকল মানুষের অতীত রয়েছে। আপনার জীবনে অতীত রয়েছে। এই বিষয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে? মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। তার অনেক স্মৃতি আছে বলেই গতকালের অনুষ্ঠান এত সফল। আমি সম্মান করি। ঈর্ষা করি না।” আগামী দিনে দেব ও শুভশ্রীকে নিয়ে ছবি করতেও তার কোনো আপত্তি নেই বলে জানান রাজ চক্রবর্তী।

error: Content is protected !!