শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশে অনুভূত হল শক্তিশালী ভূমিকম্প। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। মাঝারি মাত্রার এই কম্পনে দেশের একাধিক এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ।
সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে, যেখানে ভূমিকম্পের জেরে একটি দেওয়াল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে মাত্র ১০ মাসের এক শিশুর। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
ঢাকাতেও একাধিক বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। কসাইটুলি এলাকার একটি বহুতলের রেলিং ধসে রাস্তায় চলাচলকারী কয়েকজনের উপর ধ্বংসাবশেষ এসে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
🔶 ঢাকা বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক, লাফিয়ে আহত শিক্ষার্থীরা
ভূমিকম্পের বড়সড় প্রভাব পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তীব্র ঝাঁকুনিতে বহু পুরনো হল ভবনের পলেস্তারা খসে পড়ে। কোথাও কোথাও ইটের অংশ ভেঙে পড়তে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়তেই কয়েকজন শিক্ষার্থী হলের ছাদ বা উঁচু তলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন।
হাজি মুহাম্মদ মহসিন হলের চারতলা ভবন থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন তানজীর হোসেন নামে এক শিক্ষার্থী। ওই হলের আরও দু’জন ছাদ থেকে লাফ দিয়ে আহত হয়েছেন বলে প্রথম আলোর প্রতিবেদনে জানা গেছে।
এছাড়া মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থী লাফ দিয়ে পড়ে মারাত্মকভাবে আহত হন। তাঁর পা ভেঙে গেছে বলেও জানা গেছে। পাশাপাশি কবি জসীমউদ্দীন হল, সূর্যসেন হল, ফজলুল হক মুসলিম হল ও ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলেও আতঙ্কে আহত হওয়ার ঘটনা ঘটেছে।
ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ জানিয়েছেন, পাঁচটি হলে পলেস্তারা খসে পড়েছে এবং অন্তত দুটি হলে দেওয়ালের ইট ভেঙে পড়ে। আতঙ্কে দ্রুত বের হতে গিয়ে বা লাফ দিয়ে মোট পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। কয়েকজন ছাত্রী আতঙ্কে অজ্ঞান হয়ে পড়েন বলেও তিনি উল্লেখ করেছেন।
🔶 ক্ষয়ক্ষতির আশঙ্কা আরও বাড়তে পারে
ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ জানতে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, পুরনো ভবনগুলিতে ফাটল বা গঠনগত ক্ষতির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
২০০ যুদ্ধজাহাজের বহর, আগামী প্রজন্মের ডেস্ট্রয়ার আনতে বড় পদক্ষেপ ভারতীয় নৌসেনার
বাংলাদেশ জুড়ে ভূমিকম্প-উত্তর পরিস্থিতিতে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, উৎপত্তিস্থল অগভীর হওয়ায় মাঝারি মাত্রার কম্পনও তীব্র অনুভূত হয়েছে।
