একমাত্র মেয়ে সোনাক্ষীর বিয়েতে নাকি উপস্থিত থাকবেন না তার বাবা তথা বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা! সম্প্রতি এই তথ্যেই উঠে এসেছে ভক্তমহলে। মূলত মুসলিম জামাইয়ের কারণেই নাকি বিয়েতে উপস্থিত থাকবেন না তিনি।
আগামী ২৩ শে জুন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনাক্ষী এবং তার দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবাল। ১৯শে জুন বসবে সংগীতের আসর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তোরজোড়। তবে এরই মাঝে শোনা যাচ্ছে তার বিয়েতে তার বাবাই উপস্থিত থাকবেন না।
যদিও এই বিষয়ে সোনাক্ষীর মামা জানিয়েছেন এটি ভুল তথ্য। কারণ, সোনাক্ষীর বিয়েতে তার বাবা শত্রুঘ্ন ঠিকই উপস্থিত থাকবেন। তার বাবা শুধুমাত্র একটি কারণেই দুঃখ পেয়েছেন। সেটি হলো বাবাকে না জানিয়েই নাকি নিজের বিয়ের তারিখ ঠিক করেছেন সোনা।
অন্যদিকে এর আগেও শোনা গিয়েছিল জাহিরের সাথে বিয়ে মেনে নিতে পারছেন না শত্রুঘ্ন। এই নিয়ে নাকি বাড়িতে তুমুল অশান্তি হয়েছে। তবে শেষমেষ প্রেমিকের সাথেই নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী। কয়েকদিন আগে একটি পার্টিতে দেখা গিয়েছে তাদের।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে কালো ও সোনালী থিম রাখা হয়েছিল পার্টির। উপস্থিত সকলের পরনে ছিল কালো পোশাক। এই পার্টিতে সোনাক্ষীর বন্ধু তথা আরেক অভিনেত্রী হুমা কুরেশিকেও দেখা গিয়েছে।