২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচী তৈরি করছে পিসিবি। যদিও এখনো পর্যন্ত বিসিসিআইয়ের তরফ থেকে হ্যাঁ বা না কিছুই বলা হয়নি। তবে ভারতীয় দল যে পাকিস্তানে যাচ্ছে তেমনটা ধরে নিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ড সমস্ত আয়োজন শুরু করে দিয়েছে।
১লা মার্চ লাহোরে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আয়োজন শুরু করেছে তারা। আগামী ১৯ শে ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যেটা চলবে ৯ই মার্চ পর্যন্ত। পিসিবি আশা করছে বিসিসিআই ভারতীয় দলকে পাকিস্তানে পাঠাবে।
টি-২০ বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে লাহোরে ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তিনি আইসিসি’র কাছে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫টি ম্যাচের সূচী জমা দিয়েছেন। সেখান থেকে জানা গিয়েছে ভারতের সমস্ত ম্যাচের আয়োজন করা হবে লাহোরে। আর তাদের জন্য বিশেষ নিরাপত্তারও আয়োজন করা হচ্ছে।
যদিও বিসিসিআই পাকিস্তানে দল পাঠাবে কিনা তা স্পষ্ট নয়। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেই তারা পাকিস্তানে দল পাঠাবে। খসড়া সূচী অনুযায়ী গ্রুপ এ-তে আছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।
এই বিষয়ে আইসিসি বোর্ডের এক সদস্য জানিয়েছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের খসড়া সূচী জমা দিয়েছে পিসিবি। লাহোরে ৭টি, করাচিতে ৩টি এবং ৫টি ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে। সেমি ফাইনাল হবে করাচি ও রাওয়ালপিন্ডিতে। ফাইনাল হবে লাহোরে। তবে ভারতীয় দল যদি সেমি ফাইনালে পৌঁছায়, তাহলে সেই ম্যাচ হবে লাহোরে।’