সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ী হয়েছে ভারত। দেশকে জিতিয়ে বারি ফিরেছেন দলের সকল ক্রিকেটার। কেউ ঘুরতে গিয়েছেন বিদেশে আবার কেউ বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। তেমনই বিশ্বকাপ জয় করে নিজের বাড়ি কানপুরে ফিরলেন ভারতীয় ক্রিকেটের বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব। আর বাড়ি ফিরতেই দিলেন খুশির খবর।
প্রথমে দিল্লিতে ও পরে মুম্বাইতে সংবর্ধনার পর তার নিজের বাড়ি উত্তরপ্রদেশের কানপুরে ফিরেছেন কুলদীপ। সেখানেও তার জন্য ছিল সংবর্ধনার আয়োজন। রীতিমতো ঢোল পিটিয়ে মহা সমারোহে বিশ্বকাপ জয়ীকে বরণ করে নিয়েছে কানপুর। বাড়ি ফিরেই এক সাক্ষাৎকারে মুখ খুললেন কুলদীপ।
সেই সাক্ষাৎকারে কুলদীপ জানান, “খুব তাড়াতাড়ি আপনারা বিয়ের খবর পাবেন। কিন্তু আমি কোনও অভিনেত্রীকে বিয়ে করছি না। এমন একজনকে বিয়ে করছি, যে আমার এবং আমার পরিবারের খেয়াল রাখবে।” যদিও তিনি কাকে বিয়ে করছেন সে বিষয়ে কিছু বলেননি। তবে জানিয়েছেন খুব শীঘ্রই তিনি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।
কবে বিয়ের পিঁড়িতে বসবেন তা বলেননি তিনি৷ কিংবা কাকে বিয়ে করছেন সে বিষয়েও মুখ খোলেননি৷ যদিও অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই। দেশে ফিরে প্রথম দিল্লি বিমানবন্দরে কেক কাটেন ভারতীয় ক্রিকেট দল। এরপর দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে হাজির হন। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা চলে।
এরপর তারা মুম্বাই পৌঁছান। সেখানে হুডখোলা বাসে জনসমুদ্রের মাঝে প্যারাডে করেন তারা। শেষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাদের জন্য বিসিসিআই-এর তরফে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সবকিছু সেরে যে যার বাড়িতে ফিরে যান।