সম্প্রতি এবার পারিবারিক শিক্ষা নিয়ে একটি পোস্ট করলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তন্বী লাহা রায়! যা দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন তাহলে কি আরো একবার কারো সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছেন তিনি? যার ফলে তাকে এরকম পোস্ট করতে হলো।
কারণ, এর আগেও একবার অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তিনি। দীর্ঘদিন পর সেই দূরত্ব মিটেছে। এরই মাঝে একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘অন্যের ভালো দেখতে পারাটাও একটা পারিবারিক শিক্ষা। ‘
যার দ্বারা এটাই স্পষ্ট হয় অন্য কাউকে উত্তর দিতেই এই পোস্ট করেছেন তিনি। কিছুদিন আগেই মা’কে হারিয়েছেন এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি মর্মাহত পোষ্টের মাধ্যমে সেই খবর দিয়েছিলেন দর্শকদের। যেখানে কমেন্ট করতে দেখা যায় সৌমিকেও।
যা দেখার পর সকলেই বুঝেছিলেন তাদের দূরত্ব কমেছে। বন্ধুর কঠিন সময় পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী। এও শোনা গিয়েছে তন্বীকে ফোন করেও খবর নিয়েছেন সৌমি। উল্লেখযোগ্য, এর আগে তার নেই নাম না করে জানিয়েছিলেন সৌমি তাকে আনফলো করে দিয়েছেন।
সেই পোস্টে লেখেন, ‘যখন প্রয়োজন ছিল তখন ফলো করে রেখেছিলেন। এখন অনেক দূরে চলে গিয়েছেন তাই ফলো করার প্রয়োজন নেই।’ এর উত্তরে সৌমি জানিয়েছিলেন তিনি অনেককেই আনফলো করেছেন। তার মানে এই নয় তাদের সাথে ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে। এবার তন্বী কাকে উদ্দেশ্য করে লিখলেন তা একমাত্র তিনিই জানেন।