এবার বৈদ্যুতিক বিলে আসছে বিরাট বদল। তার পাশাপাশি রাজ্যের মানুষের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে এক নতুন প্রকল্প চালু করা হতে পারে। বর্ষা কাল চললেও গরম কমার নাম নেই। প্রতিদিনই সূর্যের তাপ বেড়ে চলেছে রীতিমতো। গরম থেকে সাময়িক স্বস্তির জন্য এয়ার কন্ডিশন ও ফ্যানের দরকার হয়ে পড়েছে। আর এই পরিস্থিতিতে বিদ্যুৎ-এর বিল বেড়ে চলেছে।
এবার সাধারণ মানুষের কথা চিন্তা করে বিদ্যুৎ-এর বিলে বিরাট ছাড় দিতে পারে রাজ্য সরকার। রাজ্যের দুঃস্থ মানুষদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাদের জন্য আনা হলো নতুন প্রকল্প। আর সেই প্রকল্পের নাম ‘হাসির আলো’। এই প্রকল্পে রাজ্য সরকার সাধারণ মানুষকে ৭৫ ইউনিট বিদ্যুৎ-এর ছাড় দিতে চলেছে।
নতুন প্রকল্প অনুযায়ী, ৫১ থেকে -১০০ ইউনিট স্ল্যাবে প্রতি ইউনিট হিসাবে ১৮৭ টাকা ৫০ পয়সা পর্যন্ত ছাড় মিলতে পারে। তবে এই প্রকল্পের আওতায় আসবেন যারা বিপিএল কার্ড হোল্ডার শুধু তারাই। বিপিএল কার্ড রয়েছে এমন পরিবার এই প্রকল্পের অন্তর্ভুক্ত হবেন।
এর পাশাপাশি তিন মাস অন্তর যে বিদ্যুৎ-এর বিল আসে তারও পরিবর্তন হতে পারে বলে শোনা গিয়েছে। বিদ্যুৎ বন্টন পর্ষদ ওরফে WBSEDCL গ্রাহকদের থেকে তিন মাসের বিল একসঙ্গে পাঠাতো। এবার থেকে তা এক মাস অন্তর পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।