হিন্দু ধর্মে তুলসী গাছকে পবিত্র বলে মনে করা হয়৷ মনে করা হয় তুলসী গাছে ভগবানের বাস থাকে। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে ভগবান বিষ্ণু থাকেন বলে মনে করা হয়। এর পাশাপাশি তুলসী গাছ যেখানে থাকে সেখানে মা লক্ষ্মীর কৃপা থাকে। ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা না থাকলে সে ভোগ গ্রহণ করেন না বলে মনে করা হয়৷ সনাতন ধর্মে তুলসী গাছকে সঠিক নিয়মে লাগানোর কথা বলা হয়েছে। কিছু বাড়িতে তুলসী গাছ লাগানোর কিছু নিয়ম রয়েছে। কিংবা কোনো কোনো বাড়িতে তুলসী গাছ আনা একেবারেই অনুচিত।
যে সকল বাড়িতে ভুলেও লাগাবেন না তুলসী গাছ

যে সব বাড়িতে মদ ও মাংস নিত্য দিন প্রবেশ করে
যে বাড়িতে মদ, মাংস প্রবেশ করে সেই বাড়িতে তুলসী গাছ লাগানো উচিত নয়। এমন বাড়িতে তুলসী নিয়ে আসা মানে মা লক্ষ্মীকে অপমান করা। মদ ও মাংস খাওয়ার পর তুলসী গাছ ছোঁয়া উচিত নয়। এর ফলে বাড়িতে আর্থিক ক্ষতি হতে পারে।
ভুল স্থানে তুলসী গাছ লাগাবেন না
তুলসী গাছ লাগানোর সঠিক দিক হলো উত্তর বা উত্তর-পূর্ব। ভুল দিকে তুলসী গাছ লাগালে অশান্তি হতে পারে। যদি বাড়িতে সঠিক দিক না থাকে তাহলে তুলসী গাছ লাগানো উচিত নয়৷
যে সব বাড়িতে মহিলাদের অপমান করা হয়
– যে বাড়িতে মহিলাদের অপমান করা হয়, তুচ্ছ করা সেই বাড়িতে তুলসী গাছ আনা উচিত নয়। নারীকে অপমান করা মানে লক্ষ্মী দেবীকে অপমান করা। এমন বাড়িতে তুলসী গাছ থাকলেও এবং পুজো করলেও কোনো ফল মিলবে না।
মাটিতে তুলসী গাছ লাগানো উচিৎ না
তুলসী গাছ লাগাতে হবে একটি পাত্রে। বাড়িতে বড় বাগান বা জমি থাকলেও মাটিতে লাগাবেন না। পাত্রে তুলসী গাছ না লাগাতে পারলে সেটি সরিয়ে ফেলুন। কারণ মাটিতে লাগানো তুলসী গাছ রোগ সৃষ্টি করে।
তুলসী গাছের বিশেষ নিয়ম
1)স্নান না করে অথবা ঋতুস্রাবের সময় তুলসী গাছ কখনও স্পর্শ করা উচিত নয়। এতে গাছটি শুকিয়ে যেতে পারে ও ভগবান বিষ্ণু রুষ্ট হতে পারেন।
2)ররিবার বা একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না ও স্পর্শ করবেন না।
3)বাথরুম বা রান্নাঘরের কাছে তুলসী গাছ রাখবেন না।
তুলসী গাছের কাছে ঝাঁটা রাখবেন না। যদি পরিস্কার করতেই হয় তাহলে কাপড় দিয়ে পরিস্কার করুন।