সম্প্রতি বৌভাতের আরো একটা ছবি পোস্ট করলেন অভিনেত্রী সোহিনী সরকার! গত ১৫ই জুলাই ভীষণ ছিমছামভাবে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী সোহিনী এবং চর্চিত প্রেমিক তথা সংগীতশিল্পী শোভন গাঙ্গুলী। এতোদিন পর্যন্ত নিজেদের সম্পর্ক লুকিয়ে রেখেছেন তারা।
তবে হঠাৎ করে সকলকে চমকে দিয়ে কলকাতার একটি ফার্মহাউসে কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে করেছেন। মালাবদল, আংটিবদল, সিঁদুরদান শেষে আইনি কাগজে সইসাবুদ করে বিয়ে করেছেন তারা। এরপর ১৭ই জুলাই ঘরোয়াভাবে সম্পন্ন হয়েছে তাদের বৌভাতের অনুষ্ঠান।
তারই এক ঝলক তুলে ধরেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। যেখানে দেখা যাচ্ছে সকলের মধ্যমণি হয়ে বসে রয়েছেন শোভন এবং সোহিনী। নববধূর গায়ে হেলান দিয়ে বসতে দেখা গিয়েছে শোভনকে। অন্যদিকে তাদের দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে রয়েছেন শোভনের বোন তথা বামনেত্রী দীপ্সিতা ধর।
আরও পড়ুন,
*‘একবারই হার্টব্রেক হয়েছে’, জাহ্নবীর হৃদয়ের ক্ষত মুছতে কে সাহায্য করলো? জানেন?
ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছে আটপৌরে শাড়িতে। খোঁপায় ফুল ও গলায় মালা, একেবারে বাঙালী রীতিতেই বৌভাত সম্পন্ন হয়েছে তাদের। যে ছবি পোস্ট করার পর প্রশংসায় ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। আসলে অন্যান্য তারকারা খুবই আড়ম্বরের সাথে বিয়ে করতে পছন্দ করেন।
সেখানে সোহিনী দেখিয়ে দিয়েছেন সাধারণভাবেও বিয়ে করা যায়। তবে এই বিয়ে নিয়ে কম কথা শুনতে হয়নি তাকে। আসলে শোভন তার থেকে বেশ কয়েক বছরের ছোট। তাই ট্রোলারদের মন্তব্য ‘ভাইকে বিয়ে করেছেন সোহিনী।’ এছাড়া পুরনো সম্পর্ক নিয়েও তাদের তিক্ত মন্তব্য করা হয়। যদিও সেসব নিয়ে তোয়াক্কা করেন না শোভন-সোহিনী।
আরও পড়ুন,
*ক্যামেরার সামনেই তৃতীয় বউয়ের সঙ্গে যৌনতায় মজে আরমান! ডিভোর্সের হুমকি ভুলে স্বামী ও সতীনের পাশে পায়েল