kmc 20240723 174439 0Bd5LaXa4j

সলমন খান সঞ্চালিত ‘বিগ বস ওটিটি ২’এর থেকে অনিল কাপুর সঞ্চালিত ‘বিগ বস ওটিটি ৩’কে বেশি ভালোবাসা দিচ্ছেন দর্শকেরা, তেমনটাই বলছে সমীক্ষা। কারণ, ‘বিগ বস ওটিটি ২’ এর দর্শকদের তুলনায় ‘বিগ বস ওটিটি ৩’এর দর্শকের সংখ্যা অনেক বেশি। গত ২১শে জুন প্রিমিয়ার হয়েছিল ‘বিগ বস ওটিটি ৩’এর।

যেটি জিও সিনেমাতে সর্বাধিক দেখা ভারতীয় আনস্ক্রিপ্টেড শো’এর তালিকায় শীর্ষে রয়েছে। মাত্র ৩ সপ্তাহের মধ্যেই ১৭ মিলিয়নের বেশি দর্শক দেখেছেন। এতোদিন সলমনকেই সঞ্চালক হিসেবে দেখেছেন দর্শকেরা। তবে আগামী সিনেমার কাজে ব্যস্ত হওয়ার কারণে এবারের সিজন সঞ্চালনা করছেন অনিল কাপুর।

অরম্যাক্সের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, অনিল কাপুর সঞ্চালিত এই শো’য়ের প্রথম সপ্তাহে ৫.৩ মিলিয়ন ভিউ হয়েছে। সেখানে আগের সিজনের ভিউ ছিল ২.৪ মিলিয়ন। যার দ্বারা এটাই স্পষ্ট হয়েছে অনিল কাপুরের সঞ্চালনা সলমনের থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে।

যদি আমরা এবারের প্রতিযোগীদের দেখি তাহলে সেখানে রয়েছেন চর্চিত ইউটিউবার আরমান মালিক এবং তার দুই স্ত্রী পায়েল ও কৃতিকা। এছাড়াও রয়েছেন লাভকেশ কাটারিয়া, সানা সুলতান, রণবীর শোরে, শিবানি কুমারী, বিশাল পান্ডে প্রমুখ। যদিও পায়েল ও কৃতিকার মধ্যে পায়েল ইতিমধ্যেই বাদ পড়েছেন।

উল্লেখযোগ্য, এই শো সঞ্চালনা করার পাশাপাশি অনিল তার পরবর্তী সিনেমা ‘সুবেদার’এর প্রস্তুতি নিচ্ছে।ন এছাড়াও শোনা যাচ্ছে যে ‘যশরাজ ফিল্মসের’ স্পাই ইউনিভার্সে অংশ নেবেন তিনি। ‘ওয়ার ২’, ‘আলফা’ এবং ‘পাঠান’২ এ অভিনয় করবেন। আপাতত তাকে সেই চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা।

আরও পড়ুন,
*খোঁপায় ফুল ও গলায় মালা সোহিনীর, নববধূর গায়ে এলিয়ে সংগীতশিল্পী শোভন!