‘…উড়তে দাও’, অর্পিতায় মজে স্নেহাশিস, বুকে যন্ত্রনাচেপে কি লিখলেন প্রাক্তন স্ত্রী?

kmc 20240723 181307 i79uToIA4l

বিয়ের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন সৌরভ গাঙ্গুলীর দাদা স্নেহাশিস গাঙ্গুলী! ৫৯ বছর বয়সে প্রেমিকা অর্পিতা চট্টোপাধ্যায়ের সাথে আইনি বিয়ে করেছেন তারা। স্বামীর বিয়ের পর কী প্রতিক্রিয়া তার প্রাক্তন স্ত্রী মম গাঙ্গুলীর? সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন তিনি।

যেখানে তুলে ধরেছেন মনের কথা। আসলে মম এবং স্নেহাশিসের দাম্পত্যজীবন সুখের হয়নি। দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল তাদের মধ্যে। তবে এখন তারা আইনত আলাদা। কিন্তু প্রাক্তন স্বামীর বিয়ে হতে না হতেই মনখারাপ মমের। যার ঝলক দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে বলা হচ্ছে, ‘যদি তোমাকে কেউ প্রত্যাখ্যান করে সেটাকে গ্রহণ করো। যদি কেউ তোমাকে ভালো না বাসে তাহলে যেতে দাও। কেউ যদি তোমার বদলে অন্যকে বেছে নেয়, তাহলে মুভ অন করো। এমন নয় তুমি যাকেই ভালোবাসবে, সে তোমার সঙ্গে থাকবে।’

একইসাথে আরো বলা হয়েছে, ‘এমন কাউকে বিশ্বাস করো না যে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। যে তোমার জীবনে থাকতে চাইবে না তাকে তোমার জীবনের অংশ করো না। আমার জীবন থেকে এমন মানুষ চলে গেছে, যারা একটা সময় আমার গোটা দুনিয়া ছিল। তবুও আমি বেশ আছি। কাউকে জোর করে আটকে রেখো না বরং তাকে উড়তে দাও।’

Screenshot 2024 07 22 234155 17216725731002

মমের সোশ্যাল মিডিয়া পোস্ট

ইতিমধ্যেই স্নেহাশিসের বিয়ের ছবি প্রকাশ্যে এসেছে। যদিও সেখানে উপস্থিত ছিলেন না ভাই সৌরভ। আসলে মনে করা হচ্ছে ব্যবসায়িক কারণেই তিনি সেখানে উপস্থিত হননি। কারণ, বর্তমানে ‘অজন্তা’ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার সৌরভ, তারই কর্ণধার সুব্রত বণিকের প্রাক্তন স্ত্রী হলেন অর্পিতা।

আরও পড়ুন,
*হোস্ট বদল, অনিল কাপুর সঞ্চালিত ‘বিগ বস ওটিটি ৩’ জনপ্রিয়তা নিরিখে টপকালো সলমনের সিজন ২-কে