এখন অন্যর ঘরের বউ সোহিনী, কার সঙ্গে ক্যাফেতে সময় কাটাচ্ছেন প্রাক্তন রণজয়?

kmc 20240723 205119 f0AL7hJj3O

প্রাক্তনকে ভুলে এবার নতুন মানুষের সাথে সময় কাটাচ্ছেন অভিনেতার রণজয় বিষ্ণু! যদিও এই বিষয়ে প্রকাশ্যে তারা কিছুই বলেননি। তবে দর্শকরা কিন্তু দুইয়ে দুইয়ে চার করে ফেলেছেন। কারণ, তিনি এবং তার সঙ্গিনীর রবিবারের গন্তব্যস্থল ছিল একই।

যিনি আর কেউ নন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। বরাবর নিজেদের ভালো বন্ধু বলেই দাবী করেছেন তারা। তবে সেই বন্ধুত্ব যে এবার অন্যদিকে মোড় নিচ্ছে তা স্পষ্ট হয়েছে সকলের জন্য। কারণ, রবিবার দু’জন একই ক্যাফেতে একসঙ্গে সময় কাটিয়েছেন।

রবিবার শ্যামৌপ্তি বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেগুলো কেউ তাকে তুলে দিয়েছেন। ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুরু হোক এক নতুন সফর।’ আর এই ছবির সাথে ট্যাগ করা হয়েছে কলকাতার সেই ক্যাফেকেও। অন্যদিকে রণজয় একটি ছোট ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাকে যে জায়গায় দেখা গিয়েছে সে একই জায়গায় ছবি তুলেছেন শ্যামৌপ্তি।

তিনিও ওই ক্যাফেকে ট্যাগ করেছেন। তার ক্যাপশনে লেখা, ‘একটা রবিবারের গল্প।’ দু’জনের এই ছবিগুলি বলে দেয় তারা রবিবার একইসাথে একই ক্যাফেতে গিয়েছিলেন। তবে এই প্রথম নয় এর আগেও একটি মিউজিক ভিডিও শ্যুটের জন্য লাদাখ গিয়েছিলেন তারা।

তখন থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। তবে তারা বারবার বলেছেন তারা শুধুমাত্র ভালো বন্ধু। যদিও বর্তমানে তাদের যোগাযোগ, দেখা-সাক্ষাৎ বেড়েছে।

অন্যদিকে এর আগে দীর্ঘদিন রণজয় সম্পর্কে আবদ্ধ ছিলেন সোহিনীর সাথে। তবে সেই সম্পর্ক বিচ্ছেদের পর সোহিনী বিয়ে করেছেন শোভন গাঙ্গুলীকে।

আরও পড়ুন,
*‘…উড়তে দাও’, অর্পিতায় মজে স্নেহাশিস, বুকে যন্ত্রনাচেপে কি লিখলেন প্রাক্তন স্ত্রী?