সম্পর্ক ভাঙার তুমুল গুঞ্জন, ‘বিষাক্ত দাম্পত্যের কাহিনী’ শোনালেন ঋষি কৌশিক!

পরোক্ষভাবে দাম্পত্যের ভয়ংকর তথ্য তুলে ধরলেন অভিনেতা ঋষি কৌশিক! জানালেন এক বিষাক্ত দাম্পত্যের কাহিনী। যদিও তিনি সরাসরি বলেননি সেটি তার জীবনেরই গল্প কিনা, তবে দর্শকেরা যে ঠিকই বুঝতে পেরেছেন তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।

তিনি গল্পের আকারে একটি ভিডিওতে বলেন, ‘একটা ছোট্ট গল্প বলছি। একটা মেয়ে ও ছেলের বিয়ে হয়। ছেলেটি প্রথমে বুঝতে পারে মেয়েটির সাথে তার বিশাল ফারাক। ছেলেটি সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে। কিন্তু মেয়েটা উড়নচণ্ডী, বেপরোয়া। ছেলেটা বিয়ে করতে চায়নি। তবে মেয়েটা বলতে থাকে বারবার যে সে বদলে যাবে।’

‘বিয়েটা হয়ে যায় দেখতে দেখতে ছয় মাস কেটেও যায়। তবে সেই হানিমুন পিরিয়ড পার হওয়ার পর ছেলেটা বুঝতে পারে মেয়েটা নিজেকে একটুও বদলায়নি বরং ধীরে ধীরে বেপরোয়া হয়ে উঠেছে। এভাবে কাটতে কাটতে দীর্ঘ সময় কেটে যায়। ছেলেটার সাথে দুর্ব্যবহার থামেনা তবে সে দাঁতে দাঁত চেপে সব সহ্য করে।’

আরও পড়ুন,
*‘… অত্যন্ত কুরুচিকর …,’ ঋষির অভিযোগের কি জবাব দিলেন স্ত্রী দেবযানী?

এখানেই শেষ নয় তিনি আরো বলেন, ‘এভাবেই বারোটা বছর পার হয়ে যায়। ছেলেটি মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে তবে মেয়েটি বলে সে তার মতোন থাকবে। তাকে যেন ছেলেটি কিছু না বলে। দিনে দিনে মেয়েটির বেপরোয়াভাব আরো বাড়তে থাকে এবং সকলের সামনে সে বলে ছেলেটির নাকি মানসিক ভারসাম্য নেই। কিছু বলতে গেলেই বিভিন্ন কমিশন, পুলিশের ভয় ইত্যাদি।’

https://www.facebook.com/watch/?v=1298088487832184

যা দেখার পর সকলে বেশ বুঝতে পেরে গিয়েছেন নিজের কাহিনী তুলে ধরেছেন অভিনেতা। কারণ, সবটাই মিলে যাচ্ছে তাদের সাথে, বিয়ের সময় ইত্যাদি। এছাড়াও দেবযানী মহিলা কমিশনের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। যদিও তিনি খোলসা করে কিছুই বলেননি তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই হয়তো সবটা প্রকাশ্যে আসবে।

আরও পড়ুন,
*‘… মহানায়ক উত্তম কুমার একটা মেট্রো স্টেশন … ‘ বিশেষ সন্মানকে নিয়ে এমনটা কেন লিখলেন ঋত্বিক?