সৌন্দর্যের নিরিখে ১০ গোল দিতে পারেন বলি ডিভাদের! কিয়ারা আডভানীর দিদির অজানা তথ্য

তিনি বলিউডের সাথে যুক্ত নন তবে সৌন্দর্য্যের দিক দিয়ে হার মানাতে পারেন বলিউডের তাবড়-তাবড় অভিনেত্রীদের। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন কার সম্পর্কে আলোচনা করা হচ্ছে? আজ আমরা কথা বলছি কিয়ারা আডভানীর দিদি ঈশিতা আডবানীর সম্পর্কে।

1722493678 4 2024 08 01t114905 896 gtheRg8C9F
কিয়ারা আডভানীর দিদি ঈশিতা

এমন অনেক সময় দেখা যায় একজন বলিউডের সাথে যুক্ত হলে তার আরেক বোনও ধীরে ধীরে অভিনয় জগতের দিকে চলে আসেন। তবে ঈশিতার ক্ষেত্রে তেমনটা হয়নি। লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়াতেও খুব একটা সক্রিয় নন ঈশিতা।

1722493659 2 2024 08 01t114910 594 331jCKTR8h

কিয়ারার দৌলতেই মাঝে মধ্যে তার বিভিন্ন ছবি দেখা যায়। ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেছেন ঈশিতা। পরিবারের সাথেই মুম্বাইতে থাকতেন তিনি। সেখানেই পড়াশোনা শেষ করেন। এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসছে অভিনয়ের সাথে যুক্ত না থাকলে কোন বিষয়টিকে পেশার হিসেবে বেছে নিয়েছেন ঈশিতা?

1722493670 3 2024 08 01t114908 400 hlUhjcyM5p

আরও পড়ুন,
*সিদ্ধার্থের ব্লেজারের কলার টেনে বাহুডোরে বাঁধলেন রহস্যময়ী! কিয়ারার কাছে ক্ষমা চাইলেন অ্যালিসিয়া

তিনি মূলত একজন উকিল আর তার দীর্ঘদিনের প্রেমিক তথা বর্তমান স্বামী কর্ম ভিভানও পেশায় একজন উকিল। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর কয়েক বছর আগে বাগদান সম্পন্ন হয় তাদের এবং ২০২২ সালে মহা-আরম্ভবের সাথে বিয়ের সারেন ঈশিতা এবং কর্ম।

1722493646 1 2024 08 01t114913

বিয়ের দিন সব্যসাচীর লাল লেহেঙ্গা পরেছিলেন তিনি। বিভিন্ন সূত্রের খবর কিয়ারার থেকে তিন বছরের বড় ঈশিতা। আর আপনাদের জানিয়ে রাখা ভালো ঈশিতা কিন্তু কিয়ারার নিজের দিদি নন বরং খুড়তুতো দিদি। অন্যদিকে গত বছর বিয়ের পিঁড়িতে বসেছেন কিয়ারা এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।

আরও পড়ুন,
*মাত্র ১১ বছরেই সোনুর প্রতিভার প্রমাণ পেয়েছিলেন, গায়কের পাশের এই ছোট্ট বাচ্চাটি এখন শিল্পী, চিনতে পারলেন?

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক