ফের বিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত বলিউডের পরিচালক ও প্রযোজক রাজেশ মিত্তল

ফের বিনোদন জগতে শোকের ছায়া। একের পর এক খারাপ খবরে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। এবার বলিউডের পরিচালক ও প্রযোজক রাজেশ মিত্তলের প্রয়াণ ঘটল। ৬৯ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। গত ২রা আগস্ট সকাল ৭ টায় তিনি ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন। এরপরের দিন ৩রা আগস্ট দুপুর ১২টা ৩০ মিনিটে চরাই হিন্দু শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

রাজেশ মিত্তলের কাজ বহুল চর্চিত। ভারতের বিনোদনে জগতে তার অবদান গুরুত্বপূর্ণ। স্বল্প বাজেটের ছবি তৈরির জন্য তিনি জনপ্রিয় ছিলেন। ১৯৮০ সাল থেকে ১৯৯০ সালের মধ্যে একাধিক ছবি তিনি দর্শকদের উপহার দিয়েছেন। তার জনপ্রিয়তা বিনোদন জগতে অনেকটাই। তার কাজের মধ্যে বিশেষ নিপুণাতার পরিচয় মেলে। এর পাশাপাশি স্বল্প বাজেটে ছবি তৈরি করার ক্ষমতাও ছিল তার।

তিনি তার গোটা কর্মজীবনে মোট ৪৫টি ছবি উপহার দিয়েছেন। ভারতীয় চলচ্চিত্রে তিনি নানান বৈচিত্র্য এনেছেন। এভাবে তিনি তার নিপুণতার মধ্যে দিয়ে ভারতীয় চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। তিনি স্বল্প বাজেটের ছবি তৈরি করলেও তার গল্প বলার ধরন দর্শককে পর্দায় আকৃষ্ট করত। আর এভাবেই তিনি আর পাঁচজন পরিচালকের থেকে আলাদা ছিলেন।

আর তাই এমন এক ব্যক্তিত্বের মৃত্যু গোটা বিনোদন জগতে এক অপূরণীয় ক্ষতি। বিনোদন জগতে তিনি একাধারে ছিলেন একজন পরিচালক, প্রযোজক ও পরিবেশক। তার মৃত্যুতে বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। তার অনুরাগীরাও তার অনুপস্থিতি মানতে পারছেন না।

আরও পড়ুন,
*বিয়ের দিনে কেমন ছিলো মনের অবস্থা? বাংলার ‘দিদি নং ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায়ের, রইলো ঝালক