জল্পনা চলছিল বহুদিন ধরে। আর এবার সেই জল্পনাই আরো একটু উস্কে দিল পরিচালক শুভ্রজিৎ মিত্রের করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। হয়তো অনেকেই জানেন দীর্ঘদিন ধরে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে শুভ্রজিতের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল।
তারই মাঝে এবার অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে একটি পোস্ট করেছেন পরিচালক। যেখানে দেখা যাচ্ছে কালো পোশাক পরে অভিনেত্রী হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন এবং তার পাশেই রয়েছেন শুভ্রজিৎ। ক্যাপশনে লিখেছেন ‘তোমার এই বছরটা সবচেয়ে সুন্দর হোক। হ্যাপি বার্থডে গর্জিয়াস।’
যা দেখার পর সকলের মনে একটাই প্রশ্ন তাহলে কি সত্যিই দু’জনের সম্পর্কের ইঙ্গিত দিলেন পরিচালক? আসলে সম্পর্কের গুঞ্জনের মাঝেই আগামী সিনেমা ‘দেবী চৌধুরানী’তে শ্রাবন্তীকে নায়িকা হিসেবে ঘোষণা করেন শুভ্রজিৎ। যা দেখার পর সকলেই মনে করেন ব্যক্তিগত সম্পর্কের কারণে কাজ পেয়েছেন তিনি।
তবে বিষয়টি শোনার পর বেশ খানিকটা বিরক্ত হয়েছিলেন শ্রাবন্তী। বলেছিলেন, ‘ভালো কাজ পেতে হলে কি পরিচালকের সাথে প্রেম করতে হবে? আমার নিজস্ব কোনো যোগ্যতা নেই? এই ধরনের কথা শুনতে খুবই খারাপ লাগে। তবে শুধু দেবী চৌধুরানীই নয় এর পরবর্তী সিনেমাতেও কাজ করবেন শ্রাবন্তী।’
পরপর দুটি সিনেমায় শ্রাবন্তীর কাজ করা নিয়ে পরিচালক বলেন, ‘আমি এমন অনেক অভিনেতার সাথে কাজ করেছি যারা আমার একের বেশি সিনেমাতে কাজ করেছেন। আমি ছেলে এবং শ্রাবন্তী মেয়ে বলেই কি এই ধরনের জল্পনা চলছে?’ যদিও তাদের মধ্যে সমীকরণটা কী একমাত্র তারাই জানেন।
আরও পড়ুন,
*‘কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ’, আর.জি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী