২৩ শে আগস্ট ছিল কে কে ওরফে কৃষ্ণকুমার কুন্নাথের জন্মদিবস। এটা তার ৫৬তম জন্মদিবস ছিল। আর তার এই জন্মদিবস নির্দিষ্ট দিনে তাকে স্মরণ করে তাঁরই একটি গান গাইলেন শিল্পী শিল্পা রাও। তিনি একটি বিশেষ সংবাদও দিলেন।
সেদিন টুইটারে একটি ভিডিও শেয়ার করলেন শিল্পা রাও। সেদিন কেকে কে লক্ষ্য করে একটি গান গাইতে দেখা যায় শিল্পারাও কে। তিনি শিল্পী এবং তাকে লক্ষ্য করে গাওয়া ‘বাঁচনা এ্যায় হাসিনো’ সিনেমার ‘খুদা জানে’ গানটি কেকে কে নিবেদন করলেন তার সখা শিল্পা রাও। ভিডিওর ক্যাপশনে লেখেন ‘হ্যাপি বার্থডে টু ইউ’ কেকে।
আমরা তোমার অভাব অনুভব করছি। শিল্পা রাওয়ের এই পোস্টে অনেকেই সম্মতি দিয়েছেন। নেটিজেন্ডরা জানিয়েছে তারাও কেকে এর অভাব অনুভব করছেন। তার অনুপযোগী সময়ের চলে যাওয়া কেউ মেনে নিতে পারছে না বলে অনেকে আবার জানিয়েছেন। আবার কেউ বলে ‘বন্ধু দোস্তির মত গান আর কেউ বানাতে পারবে না’।
https://twitter.com/shilparao11/status/1826898344733536568
২০২২ সালে ৩১ শে মে কলকাতায় একটি ফাংশন করতে এসে পিরিত হয়ে পড়ে কেকে। সেদিনই তিনি মারা যায়। তবে কেকের চিরবিদায়ে ভেঙে পড়েছিল তার অনুগতরা। কেকে হিন্দি তামিল তেলুগু তাদের ভাষায় অনেক গান গেয়েছেন। ইয়ার ও দোস্তিই, তড়প তড়প কে ইস দিল, আখো মে তেরি, ইত্যাদি অনেক গান আমাদের উপঢৌকন দিয়েছেন তিনি। ফিল্মফেয়ারের থেকে অনেক অভ্যর্থনা পেয়েছেন তিনি।
আরও পড়ুন,
*‘মহিলারা পুরুষের স্পর্শ বুঝি’, এক পরিচালকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শ্রীলেখার