‘বেঙ্গল লিডারশিপ অ্যাওয়ার্ড’এ সেরা জুটির পুরস্কার লাভ করলেন সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে। এই সুখবর সকলের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেতা নিজেই। অ্যাওয়ার্ড গ্রহণের সময়কার বেশ কয়েকটি ছবি তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।
ক্যাপশনে লিখেছেন, ”বেঙ্গল লিডারশিপ অ্যাওয়ার্ড’এ সেরা জুটির পুরস্কার লাভ করেছি। সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এতো ভালোবাসা দেওয়ার জন্য। সুস্মিতাকেও ধন্যবাদ আমাকে সহ্য করার জন্য। আগামী দিনগুলোতে আমরা অনেক বেশি পরিশ্রম এবং অধ্যাবসায়ের সাথে কাজ করবো।’
এই সুখবর সকলের সাথে ভাগ করে নেওয়ার পর তাদের শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন ভক্তরা। আসলে সুস্মিতা এবং সাহেবের জুটিকে ভীষণই পছন্দ করেন সকলে। তাই এই পুরস্কার যে তাদেরই প্রাপ্য ছিল এমনটাই জানাচ্ছেন ভক্তরা। উল্লেখযোগ্য, বর্তমানে ‘কথা’ ধারাবাহিকে অভিনয় করছেন এই দু’জন।
সেখানে অভিনয়ের জন্যই পুরস্কার লাভ করেছেন তারা। উল্লেখযোগ্য, সাহেবের সাথে সুস্মিতার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এমনকি সবসময় খুনসুটিতে মেতে থাকেন তারা। যদিও দর্শকেরা অনেকেই দাবী করেছিলেন তাদের মধ্যে বন্ধুত্বের চেয়েও বেশি সম্পর্ক রয়েছে। তবে সে বিষয়টি উড়িয়ে দিয়েছেন এই জুটি।
অন্যদিকে কয়েকদিন আগেই দুর্ঘটনার কবলে পড়েছিলেন সাহেব। নিজের গাড়িতে নয় বরং ক্যাব গাড়িতে ছিলেন তিনি এবং তার এক সহকারী। তবে সেই গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে। যদিও খুব বেশি চোট পাননি অভিনেতা। সুস্মিতা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন এখন সুস্থ রয়েছেন সাহেব।
আরও পড়ুন,
*কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের পর প্রথম জন্মাষ্টমী, গোপালের কাছে কী পার্থনা তারকা দম্পত্তির?