এবার ছোট ছেলের কাঁচা হাতের তোলা একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী করিনা কাপুর খান। আমরা সকলেই জানি বাচ্চারা কখনোই মায়ের পিছু ছাড়তে চায় না। মায়েরা যদি কোনো কাজ করেন বা কোথাও যাওয়ার থাকে তখন তাদের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে সন্তানেরা।
যার ব্যতিক্রম হয়নি করিনা কাপুরের ক্ষেত্রেও। প্রথম সন্তান তৈমুরের পর দ্বিতীয়বার পুত্র সন্তান জেহ আলী খানের জন্ম দিয়েছেন তিনি। আর তার এই ছোট পুত্রটি সব সময় তার আশেপাশে ঘোরাঘুরি করে। সেরকমই তিনি যখন ফটোশ্যুটে ব্যস্ত ছিলেন তখন সে তার আশপাশ দিয়েই ঘুরছিল।
আরও পড়ুন,
*গভীর অরণ্যে একা একা কি করছেন বলিউডের বেগম সাহেবা?
শুধু তাই নয় মা’কে যখন রূপটান শিল্পীরা তৈরি করছিলেন তখন মোবাইল হাতে নিয়ে একাধিক ছবিও তুলতে দেখা যায় তাকে। আর তার সেই ছবিগুলি সাথে আরো বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন করিনা। যেখানে দেখা যাচ্ছে কালো রংয়ের কোট এবং প্যান্ট পরে পোজ দিয়েছেন অভিনেত্রী।
খোলা চুল, মানানসই মেকআপে অসাধারণ লাগছিল তাকে দেখতে। আত্মবিশ্বাসের সাথে ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন তিনি। কিছু কিছু ছবিতে আবার তার আশেপাশে দেখা গিয়েছে জেহকে। মোবাইল হাতে মায়ের একের পর এক ছবি তুলেছে সে। ক্যাপশনে করিনা লিখেছেন, ‘মায়ের কাজে যেতে হবে… ১৩ই সেপ্টেম্বর সিনেমা হলে দেখা হবে।’
বাড়ির প্রধান দরজার সামনে দাঁড়িয়ে এই ছবি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পেছনে দরজায় লেখা রয়েছে ‘পতৌদি হাউস।’ উল্লেখ্য, আগামী ১৩ই সেপ্টেম্বর মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। যেটি মূলত একটি ক্রাইম থ্রিলার সিনেমা। যার প্রযোজনার দায়িত্বেও রয়েছেন করিনা।
আরও পড়ুন,
*কালো রঙের মিনি স্কার্ট, এলইডি লাইটের পোশাক পরে উরফি জাভেদ!