দীপিকার মেয়েকে দেখতে হাসপাতালে ছুটলেন মুকেশ অম্বানী

গত ৮ই সেপ্টেম্বর দক্ষিণ মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন দীপিকা পাড়ুকোন। কন্যা সন্তান জন্ম দেওয়ার পর তা সোশ্যাল মিডিয়ায় জানান দীপিকা ও রণবীর। জানা গিয়েছে, যে হাসপাতালে দীপিকা সন্তান প্রসব করেছেন ওই হাসপাতালের মালিক নীতা আম্বানি ও মুকেশ আম্বানি। সোমবার রাতে হাসপাতালের বাইরে মুকেশ আম্বানির গাড়ি দেখা যায়। কড়া নিরাপত্তার মধ্যে মুকেশ আম্বানি হাসপাতালে প্রবেশ করেন।

জানা গিয়েছে, এদিন দীপিকা ও সদ্যজাতকে দেখতে হাসপাতালে হাজির হয়েছিলেন মুকেশ আম্বানি৷ প্রাথমিকভাবে জানা গিয়েছিল দীপিকা সন্তান প্রসব করতে পারেন ২৮শে সেপ্টেম্বর। গত ৬ই সেপ্টেম্বর সিদ্ধিবিনায়ক মন্দিরে হাজির হয়েছিলেন রণবীর ও দীপিকা। মন্দির থেকে ফেরার পর শোনা যায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর ৮ই সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা। আর তা তার অনুরাগীদের জানাতে ভোলেননি তিনি।

এদিন দীপিকা ও সদ্যোজাতকে দেখতে হাসপাতালে হাজির হয়েছিলেন মুকেশ আম্বানি৷ আম্বানি পরিবারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক দীপিকা ও রণবীরের। অনন্ত আম্বানির বিয়েতে রণবীর ও দীপিকাকে সবসময় অনুষ্ঠানে হাজির থাকতে দেখা গিয়েছে। সোমবার বিকেলে হাসপাতালে প্রবেশ করতে দেখা যায় রণবীরের দিদি রিতিকা ভবানীকে। যদিও সংবাদমাধ্যমে তিনি কোনোরকম প্রতিক্রিয়া দেননি।

এদিকে বাবা হওয়ার পর প্রকাশ্যে আসেননি রণবীর। মনে করা হচ্ছে আরও কিছুদিন হাসপাতালে থাকার পর হাসপাতাল থেকে ছুটি পাবেন দীপিকা। তারপর সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরতে পারবেন তারা। ইতিমধ্যে পিতৃত্বকালীন ছুটি নিয়ে নিয়েছেন রণবীর সিং। নতুন সদস্যকে নিয়ে এখন তারা আনন্দে আত্মহারা। সদ্যোজাতের নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে আনা হয়নি।

আরও পড়ুন,
*টলিউডের পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ