ছাত্র-ছাত্রীদের জন্য দারুন একটা সুখবর, জানা গেছে পুজোর আগেই আপার প্রাইমারিতে ১৪ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। এটি কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেপি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ বলেছেন এবং সুপ্রিম কোর্টও এতে কোন বাধা সৃষ্টি করেনি।
গত ৮-৯ বছর ধরে আপার প্রাইমারির নিয়োগ বিভিন্ন কারনের জন্য বারবার আটকে যাচ্ছিল। এই নিয়োগের জন্য প্রতিবাদ জানিয়েছিলেন প্রচুর শিক্ষার্থীরা। অবশেষে খুব শীঘ্রই তাদের কষ্টের ফল তারা পেতে চলেছে। প্রধান বিচারপতির বেঞ্চ বলেন যে নতুনদের এখন আর আবেদন নেওয়া যাবে না।
জানা গেছে, বুধবার ২৫ শে সেপ্টেম্বর এসএসসি আপার প্রাইমারিতে ২০১৬ সালের তালিকা প্রকাশ হবে। এরমধ্যে যারা অস্থায়ী শিক্ষক-শিক্ষিকা রয়েছেন তাদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ রাখা হবে এবং বাদ বাকি পদে মেধাতালিকা প্রকাশ হবে। শিক্ষার্থীরা জানান ,শুধু মেধা তালিকা প্রকাশ করলেই হবে না চাকরিতেও নিয়োগ করতে হবে।
এই নিয়োগ প্রায় আট বছর ধরে ঝুলে ছিল, তবে বর্তমানে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশই মেনে নিয়েছে। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ ও বিচারপতি তপোব্রত চক্রবর্তী এসএসসিকে আবারো নতুন করে মেধাতারিকা প্রকাশ করার নির্দেশ দিলেন। ১৪,০৫২টি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল এসএসসি। কিন্তু এরপরেও এর বিরুদ্ধে আবার মামলা শুরু হয়ে যাওয়ায় নিয়োগ প্রক্রিয়া আটকে যায়।