বাড়ি বসে অনলাইনে দিতে পারবেন নৈহাটির বড়মা’র পুজো। জানুন কীভাবে!

আজ দীপাবলি। আর এই দীপাবলি সেজে উঠেছে গোটা দেশ৷ প্রদীপের আলোয় সাজিয়ে তোলা হয়েছে চারিদিক। এই দীপাবলিতে পুজো করা হয় নৈহাটির বড়ামাকে। নৈহাটির বড় মায়ের খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশে ছড়িয়ে পড়েছে। নৈহাটি ছাড়াও আরও দূর দূরান্ত থেকে মানুষ আসেন নৈহাটির বড়মার পুজো দিতে। কথিত আছে, নৈহাটির বড় মায়ের কাছে কিছু মানত করলে মা নাকি কাউকে ফেরান না৷ কালী পুজোর দিন নৈহাটিতে মায়ের মন্দিরে মানুষের ঢল নামে।

ইতিমধ্যে নৈহাটির বড় মায়ের পুজো ১০০ বছর পেরিয়ে গিয়েছে। অন্যান্য দিন বড়মাকে সকলেই পুজো দিলেও কালী পুজোর দিন ভীড় হয় দেখার মতন৷ এই ভীড়ে অনেকেই চাইলেও দিতে পারেন না পুজো। তবে কোন সময় গেলে বড়মাকে পুজো দিতে পারবেন? মা’কে দর্শন করতে গেলে বা কোন সময় যাওয়া দরকার? অঞ্জলি বা ভোগ প্রসাদ বিতরণের সঠিক সময় বা কী?

দীপাবলিতে আলোর উৎসবের দিন পুজিত হন বড়মা। এদিন বৃহস্পতিবার ৩১ অক্টোবর রাতে পুজিত হবেন বড় মা। ইতিমধ্যে সেজে উঠেছে গঙ্গার পাড়ের শহর নৈহাটি। বৃহস্পতিবার অমাবস্যা তিথিতে দুপুর ৩টে ৯ মিনিটে শুরু হবে বড়মায়ের পুজো। পুজো শেষ হবে শুক্রবার সন্ধ্যা ৫টা ৯ মিনিটে। ২৪শে অক্টোবর থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত ইতিমধ্যে মানত পুজো হয়ে গিয়েছে মন্দিরে। এদিকে ৩০শে অক্টোবর থেকে আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত সাধারণের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার রাত ১১টায় বড় মায়ের পুজো শুরু হবে। পুষ্পাঞ্জলি শুরু হবে রাত ১টায়। পুজো শেষ হওয়ার পর বিতরণ করা হবে ভোগ প্রসাদ। এরপর আগামী ৪ঠা নভেম্বর বিকেল ৪টেয় গঙ্গায় নিরঞ্জন করা হবে মায়ের প্রতিমা। বড়মাকে সাজানো হবে প্রায় ১০০ ভরি সোনা ও রূপোর গয়নায়৷ তবে কেউ যদি মন্দিরে এসে পুজো দিতে না পারেন তবে অনলাইনে পুজো দিতে পারবেন বলেও জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মন্দির কমিটির তরফে দু’টি নম্বর দেওয়া হয়েছে।

বড়মার অফিসের ফোন নম্বর হলো ০৩৩ ২৫৮১-৫৬৭৭।এছাড়া হোয়াটসঅ্যাপ করার জন্য ৮২৪০৮২০০০৩ নম্বরে যোগাযোগ করা যাবে। এই নম্বরে ফোন করলে মন্দির কমিটির তরফে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য পাঠিয়ে দেওয়া হবে। এর পাশাপাশি পুজোর দিনগুলিতে সরাসরি ফেসবুক লাইভ করা হবে। এর পাশাপাশি কেউ যদি বড়মার মন্দিরে আসতে চান তার জন্য শিয়ালদহ থেকে মেইন লাইনের যেকোনো ট্রেনে উঠে পড়লেই এক ট্রেনে চলে আসবেন নৈহাটি স্টেশন। নৈহাটি প্ল্যাটফর্ম থেকে ৪ মিনিটের হাঁটা পথ।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক