ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয় বার বাবা হয়েছেন। আর এরপরই শুভেচ্ছা বার্তায় ভেসে গিয়েছে তার সোশ্যাল হ্যান্ডেল। গত ১৫ই নভেম্বর দ্বিতীয় সন্তানের জন্ম হয় তাদের। ১৬ই নভেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রোহিত ও তার স্ত্রী ঋতিকা জানান তাদের পুত্র সন্তান হয়েছে। দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রী-এর পাশে থাকতে চেয়েছিলেন রোহিত।
তাই তাকে বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে খেলতে দেখা যায়নি। পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। নতুন সদস্যের নাম তারা কী রাখলেন তা নিয়ে অনেকের মনে নানান কৌতুহল ছিল। অবশেষে সেই কৌতুহল দূর হলো। ১লা ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় ঋতিকা একটি ছবি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছেন। সেখানেই স্পষ্ট হয়েছে তাদের ছেলের নাম।
ছবিতে দেখা গিয়েছে, লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন ঋতিকা। সঙ্গে একটি পুতুলের সেটের ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে রয়েছে ৪টি পুতুল। তাতে প্রত্যেকের নাম লেখা রয়েছে। একটিতে লেখা রয়েছে রো, আরেকটিতে রিটস্, তৃতীয়টিতে স্যামি এবং চতুর্থ পুতুলে নাম লেখা রয়েছে আহান। অর্থাৎ রোহিত ও ঋতিকার পুত্র সন্তানের নাম আহান রেখেছেন তারা।
আহান নামটি ভগবান বিষ্ণুর নামের সঙ্গে সম্পর্কিত। এর অর্থ হলো জাগরণ, চেতনা বা সচেতনতা। আহান শব্দটি সংস্কৃত শব্দ আহা থেকে এসেছে। আহা শব্দের অর্থ হলো জাগানো। এর পাশাপাশি আহান নামের আরও যে অর্থ রয়েছে তা হলো ভোর, সূর্যোদয়, সকালের মহিমা, আলোর প্রথম রশ্মি সহ একাধিক নাম রয়েছে।
ছেলের জন্মের ১৫ দিনের বেশি কেটে গিয়েছে। এবার ফের মাঠে দেখা যাবে রেহিতকে। অ্যাডিলেড টেস্টে ফের মাঠে ফিরবেন তিনি। রোহিত বর্তমানে ক্যানবেয়ার প্রস্তুতি ম্যাচে ব্যস্ত রয়েছেন।