‘একমাত্র নাটক যা আমি পছন্দ করি!’..কোন নাটকের কথা বললেন তৃণা, জানুন

শীতকাল মানে বিয়ের মরশুম, এই সময়ে সাত পাকে বাঁধা পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রচুর তারকারা। এমন কোনো মানুষ নেই যার বিয়ে বাড়িতে নেমন্তন্ন থাকে না। সেরকমই একটি বিয়েবাড়িতে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী তৃণা সাহা। আর সেখান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি।

সাথে এও জানিয়েছেন তিনি কোন নাটক একমাত্র পছন্দ করেন। আসলে বিয়েবাড়ি মানেই বিভিন্ন ধরনের ঝলমলে সাজ পোশাক। বিভিন্ন শাড়ি, লেহেঙ্গা থেকে শুরু করে নানান রকমের পোশাক পরতে দেখা যায় উপস্থিত অতিথিদের। সেরকমই একটি লেহেঙ্গা পরিহিত অবস্থায় দেখা গিয়েছে তাকে।

ছাইরঙা সেই লেহেঙ্গায় রীতিমতো ঝলমল করছিলেন তিনি। ভীষণই সুন্দর লাগছিল তাকে দেখতে। সাথে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লেহেঙ্গা: একমাত্র সেই নাটক যা আমি পছন্দ করি।’ আসলে তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে লেহেঙ্গা পরতে তিনি ভীষণই পছন্দ করেন।

তাকে এই সাজে দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। প্রত্যেকেই বলছেন তাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। অন্যদিকে সম্প্রতি তাকে দেখা দিয়েছিল ‘সন্তান’এর বিশেষ স্ক্রিনিংয়ে। টলিউডের বিভিন্ন তারকাদের পাশাপাশি টেলি ইন্ডাস্ট্রির প্রচুর তারকাদের সেখানে দেখা গিয়েছে।

যে ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে বর্তমানে তিনি চুটিয়ে সংসার করছেন অভিনেতা নীল ভট্টাচার্যের সাথে। মাঝেমধ্যে তাদের দু’জনের বিভিন্ন মিষ্টির মুহূর্ত দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। একে অপরের সাথে খুনসুটিতে মেতে ওঠেন তারা। যেগুলি বেশ পছন্দ করেন ভক্তরা।