ঘুরে বেড়ানোর জন্য মিলবে টাকা, বেকারত্বের বাজারে ৬১ লক্ষ চাকরির কথা জানালো ভারতীয় শিল্প সংগঠন

দেশে যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে বেকারত্ব। বাড়ন্ত মূল্যবৃদ্ধি এবং ক্রমে বেড়ে চলা জনসংখ্যার জন্য ধীরে ধীরে ভারতে বেকারত্বের গ্রাফ উর্ধ্বমুখী হয়ে চলেছে। এসবের মাঝে একটু স্বস্তির কথা শোনালো ভারতীয় শিল্প সংগঠন বা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি নামে একটি সংস্থা।

তারা একটি সমীক্ষার মাধ্যমে জানিয়েছে, আগামী ২০৩৪ সালের মধ্যে ভারতের পর্যটন শিল্পকে কেন্দ্র করে ৬১ লক্ষ চাকরি তৈরি হবে। এর পাশাপাশি মানুষের মধ্যে পর্যটন করার প্রবণতা আরও বাড়বে। এর ফলে এই শিল্পের আওতায় থাকা ব্যবসাগুলিও আরও তুলে ধরবে।

আগামী কয়েক বছরে পর্যটনের ব্যবসা আরও ফুলেফেঁপে উঠবে। বর্তমানে চাকরির বাজারে বার্ষিক ৮ শতাংশ বিনিয়োগ করে পর্যটন শিল্প, যা আগামীতে আরও বৃদ্ধি পাবে। এই চাকরির বাজারে পুরুষদের পাশাপাশি মহিলারাও সুযোগ পাবেন।

৬১ লক্ষ চাকরির মধ্যে প্রায় ৪০ লক্ষ থাকবে পুরুষদের জন্য এবং বাকি ২০ লক্ষ থাকবে মহিলাদের জন্য। বিগত কয়েক বছর ধরে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি পর্যটন শিল্পের প্রতি মনোনিবেশ করেছে। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে চলছে বিনিয়োগ। তবে পর্যটন শিল্পে এগিয়ে থাকবে উত্তর-পূর্ব ভারত।