কাঁধে ঝোলানো কোট, মাথায় টুপি! বিদেশিনীর সাজে ধরা দিলেন এই টলি অভিনেত্রী

এবার ঠিক বিদেশিনীর মতোন সাজে দেখা দিলেন টলিউড অভিনেত্রী দর্শনা বণিক! তাকে দেখে রীতিমতো ঝড় উঠেছে অনুরাগীদের বুকে। কারণ, তার যে কোনো ছবিতেই আবেদন থাকে স্পষ্ট। চোখমুখ ঠিকরে যেন বেরিয়ে আসে লাবণ্য। তাইতো তার এক ঝলক দেখলে মন কেমন করতে বাধ্য সকলের।

সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন তিনি। যেখানে মাঝেমধ্যেই বিভিন্ন ছবি ও ভিডিও পোস্ট করতে দেখা যায়। ব্যক্তিগত বিভিন্ন মুহূর্ত থেকে শুরু করে নানান ফটোশ্যুটের দৃশ্য তুলে ধরেন তিনি। সেরকমই একটি ফটোশ্যুটের কয়েক ঝলক তিনি ভাগ করে নিয়েছেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।

যেখানে দেখা যাচ্ছে পরনে রয়েছে ওয়েস্টার্ন পোশাক, কাঁধে ঝোলানো কালো কোট এবং মাথায় টুপি। ক্যাপশনে আবার তিনি লিখে দিয়েছেন, ‘এমনি।’ কখনো তিনি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন আত্মবিশ্বাসের সাথে আবার কখনো আনমনে নিজের ফোন দেখে চলেছেন।

একইসাথে তিনি তার মেকআপ আর্টিস্টের নামও উল্লেখ করতে ভোলেননি। তার এই ঝলক দেখার পর ভীষণই প্রশংসা করেছেন নেটিজেনরা। প্রত্যেকের মুখে একটাই কথা তার আত্মবিশ্বাসই বেশি আকর্ষণ করে ভক্তদের। এছাড়াও নানান প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন সোশ্যাল মিডিয়াবাসী।

উল্লেখযোগ্য, কদিন আগেই প্রথম বিবাহবার্ষিকী পালন করেছেন দর্শনা এবং তার স্বামী সৌরভ দাস। তাদের বিয়ের অদেখা কিছু মুহূর্তের একটি ভিডিও পোস্ট করে এই বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছিলেন দর্শনা। সবথেকে বেশি অবাক করেছিল ভাত-কাপড়ের দিন তার পা ছুঁয়েও প্রণাম করেছেন সৌরভ। সেখান থেকেই বোঝা যায় তিনি এই সম্পর্কটাকে কতটা শ্রদ্ধা করেন।