জন্মদিনে শিশুসুলভ আচরণ রুক্মিণীর, সঙ্গ দিলেন দেব! দেখুন ভাইরাল ভিডিও

বিশেষ বন্ধু দেব এবং মা’কে পাশে নিয়ে হৈহৈ করে জন্মদিন উদযাপন করলেন টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র! যে ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ২৭শে জুন অভিনেত্রীর জন্মদিন। আর এই বিশেষ দিনটি কাছের মানুষদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি।

দীর্ঘ সময় ধরে একসঙ্গে রয়েছেন দেব-রুক্মিণী। তাই এই অভিনেত্রীর জন্মদিন দেবের জন্যও ছিল বিশেষ। কাছের দুই মানুষ মা ও দেবকে পাশে নিয়ে কেক কেটেছেন অভিনেত্রী। এদিন যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যায় গান বেজে উঠতেই তাতে লাফিয়ে নাচতে শুরু করেন তিনি।

জন্মদিন নিয়ে যে তার মধ্যে আজও শিশুশুলভ উত্তেজনা রয়েছে তা বোঝা গিয়েছে এই দৃশ্য দেখেই। নাচের শেষে কেক কেটে মা ও দেবকে খাইয়ে দেন রুক্মিণী। ভিডিওটি দেখার পর সেখানে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। তবে একইসাথে কটাক্ষ করতেও ছাড়েননি একাংশ।

কেউ লিখেছেন, ‘এতো লাফানোর কী আছে?’ আবার একজন লিখেছেন, ‘ওনার বয়স কি ৫ না ৬?’ আসলে এই পরিণত বয়সে এসেও শিশুসুলভ আচরণ খুব একটা ভালো চোখে দেখেননি নেটিজেনদের একাংশ। যদিও কেউ কেউ বলেছেন নিজের মধ্যে এই শিশুটাকেই বাঁচিয়ে রাখা প্রয়োজন।

জীবনের প্রত্যেকটা মুহূর্তে এরকম ভরপুর আনন্দ করাটাই মানুষের উদ্দেশ্য হওয়া উচিত। উল্লেখযোগ্য, বেশ কয়েক বছর ধরে সম্পর্কে রয়েছেন দেব ও রুক্মিণী। তবে যতবার তাদের বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে তারা এড়িয়ে গিয়েছেন। এখনো জানা যায়নি কবে তারা বিয়ের পিঁড়িতে বসবেন।

error: Content is protected !!