মহাকাশে ১৮ দিন কাটানোর পর পৃথিবীতে ফিরলেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা সহ চার জন, প্রশান্ত মহাসাগরের বুকে আছড়ে পড়ল তাদের ক্যাপসুল

মহাকাশে ১৮ দিন কাটানোর পর অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরলেন। এদিন ভারতীয় সময় বেলা ৩টের সময় শুভাংশু শুক্লা সহ চার নভশ্চরকে নিয়ে পৃথিবীর বুকে প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’। ভারতে তখন দুপুর বেলা হলেও আমেরিকায় তখন ভোর রাত। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সান দিয়োগো উপকূলে তখন চার নভশ্চরের প্রতীক্ষায় প্রস্তুতিপর্ব একেবারে তুঙ্গে। পৃথিবীতে ধাবমান হওয়ার সময় ক্যাপসুলের গতি ছিল ঘন্টায় ২৮ হাজার কিলোমিটার।

ধীরে ধীরে তা কমে ২৪ হাজার কিলোমিটারে নেমে আসে। এরপর চারটি প্যারাশ্যুট ধীরে ধীরে খুলে যায় এবং ‘ড্রাগন’-কে ভাসানো হয় প্রশান্ত মহাসাগরে। এরপর নভশ্চরদের ক্যাপসুলটি সাগরে পতিত হওয়ার পর সেটিকে তুলে নেওয়া হয় জাহাজে। স্পেসএক্সের একটি দল তৈরি ছিল আগে থেকেই। ক্যাপসুলের হ্যাচ খোলার পর তার ভিতরে ঢোকেন বিশেষজ্ঞদের দল। চার নভশ্চরের শারীরিক পরীক্ষার পর তাদের ধীরে ধীরে বের করে নিয়ে আসা হয়।

এদিকে দীর্ঘ ১৮দিন মহাকাশ স্টেশনে পরীক্ষানিরীক্ষা চালানোর পর অবশেষে পৃথিবীর মাটিতে পা দিলেন চার নভশ্চর। যদিও এখনই তাদের মিলছে না ছুটি। এতদিন পৃথিবীর বাইরে মাধ্যাকর্ষণহীন পরিবেশে কাটানোর পর পৃথিবীর সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। আর তার জন্য দিন সাতেক চার নভশ্চরকে বিশেষ পর্যবেক্ষণে রাখতে হবে। এদিকে ঘরের ছেলে এতদিন পর ঘরে ফেরার পর খুশি শুভাংশু শুক্লার পরিবার।

লখনউতে শুভাংশু শুক্লার বাড়িতে তার বাবা শম্ভুদয়াল শুক্লা ও মা আশা শুক্লা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাদের ছেলের এই সাফল্য তারা গর্বিত। এর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভাংশুকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ঐতিহাসিক অভিযান সেরে পৃথিবীতে ফিরে আসা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে স্বাগত জানাই। এই অভিযান আমাদের নিজস্ব মানব মহাকাশ অভিযান ‘গগনযান’-এর দিকে আরও একটি মাইল ফলক।”

error: Content is protected !!