অন্যের সংসার ভাঙা থেকে শুরু করে বিয়ের আগেই সন্তানসম্ভবা হয়ে পড়া! জানুন শ্রীদেবীর সমালোচিত জীবন সম্পর্কে

তিনি বলিউডের লেডি সুপারস্টার শ্রীদেবী। তবে কর্মজীবনে তিনি যতটা সফল ছিলেন তার ঠিক বিপরীত ছিল তার ব্যক্তিগত জীবন। কারণ, সমালোচনা কখনোই তাকে ছেড়ে যায়নি। বিয়ের আগে গর্ভবতী হয়ে পড়া, অন্যের সংসার ভাঙ্গা থেকে শুরু করে একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

সেসব সামলে যদিও বা তিনি এগিয়ে গিয়েছিলেন, তবে হঠাৎ করেই ২০১৮ সালে শেষ হয়ে যায় তার জীবন। এখনও তার মৃত্যু রহস্যই হয়েই রয়ে গিয়েছে অনেকের কাছে। মাঝেমধ্যেই তার সম্পর্কে নানান অজানা তথ্য উঠে আসে। কর্মজীবনে তিনি প্রেমে পড়েছিলেন বিবাহিত বনি কাপুরের।

আরও পড়ুন,
কপালে কাটা দাগ, মুখে ক্ষোভের চিহ্ন স্পষ্ট, এ কোন লুকে ধরা দিলেন শুভশ্রী গাঙ্গুলি?

যে সময় বনি কাপুর দুই সন্তান ও স্ত্রী’কে নিয়ে সংসার করছিলেন। ঠিক সেই সময়ই তিনি জড়িয়ে পড়েন শ্রীদেবীর সাথে। অন্যদিকে আবার শ্রীদেবী তখন সম্পর্কে ছিলেন মিঠুন চক্রবর্তীর সাথে। এই বিষয়ে মিঠুন সন্দেহ প্রকাশ করলে বনি কাপুরের হাতে রাখি বাঁধেন শ্রীদেবী এবং তাকে ভাই হিসেবে চিহ্নিত করেন।

তবুও তাদের অবৈধ সম্পর্ক থেমে থাকেনি। শোনা যায় বিয়ের আগেই সন্তানসম্ভবা হয়ে পড়েছিলেন শ্রীদেবী। এই বিষয়টি দাবানলের মতোন ছড়িয়ে পড়েছিল বলিউডে। হাজারো সমালোচনা, কটাক্ষ পেরিয়ে ১৯৯৬ সালে বিবাহ সারেন বনি এবং শ্রীদেবী। জন্ম হয় দুই কন্যার সন্তান জাহ্নবী এবং খুশির।

আগের পক্ষে স্ত্রী মোনা কাপুরের সংসারে ছিলেন অর্জুন কাপুর এবং অংশুলা কাপুর। মোনা এবং বনির ১৩ বছরের সংসারের অবসান ঘটে শুরু হয় শ্রীদেবীর সংসার। তবে খুব বেশিদিন স্বামীর সাথে সুখে সংসার করতে পারেননি শ্রীদেবী। দুবাইতে বাথরুমের হোটেলে অস্বাভাবিক মৃত্যু হয় তার। সেই রহস্য আজও উদঘাটিত হয়নি।

error: Content is protected !!