স্ত্রী ইমনের জন্মদিনে বিশেষ শুভেচ্ছাবার্তা স্বামী নীলাঞ্জনের, কী লিখলেন তিনি?

টলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা হলেন ইমন চক্রবর্তী। তার সুরে মুগ্ধ গোটা বাংলা। এর পাশাপাশি তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন শিল্পী৷ গত ১৩ই সেপ্টেম্বর ছিল ইমন চক্রবর্তীর জন্মদিন। আর এই জন্মদিনে তার মনের মানুষ নীলাঞ্জন ঘোষ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন৷ সেই পোস্টে ভালোবাসায় ভরিয়ে দিলেন তার স্ত্রী-কে।

জন্মদিনের রাত ১২টায় কেক কেটে জন্মদিন সেলিব্রেট করলেন ইমন৷ সঙ্গে ছিলেন তার পরিবারের মানুষেরা। এর পাশাপাশি তার গানের ক্লাসের ছাত্রছাত্রীদের আনা কেক টেবিলে সাজিয়ে গানের মধ্যে দিয়ে সেলিব্রেশন চলে। এর পাশাপাশি নীলাঞ্জন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে স্ত্রী-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আর সেই পোস্টে জন্মদিনের শুভেচ্ছায় ভরে গিয়েছে।

আরও পড়ুন,
ডায়েট ভুলে পিৎজায় কামড় ‘লেডি সুপারস্টার’ শুভশ্রীর! নিজেই ভাগ করে নিলেন ছবি

নীলাঞ্জন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন যেখানে তাকে দেখা যায় ঘাসের উপর শুয়ে রয়েছেন। তার বুকে মাথা রেখে নিশ্চিন্তে রয়েছেন ইমন। ছবিটি পোস্ট করে নীলাঞ্জন লেখেন, “হ্যাপি বার্থডে আমার ভালোবাসা। এই ভাবেই মাঠেঘাটে ঘুরে ঘুরে সুরে সুরে কাটুক জীবন। আমি তোমাকে সারাজীবন ভালবাসবো।” তবে এতেই শেষ নয়৷ স্ত্রী-এর জন্মদিনের আয়োজন নিজেই করেছেন নীলাঞ্জন।

নীলাঞ্জনের পোস্ট করা ছবি ভাইরাল হয়েছে নিমেষেই। ২০২১ সালে বিয়ের কর চার বছর কেটে গিয়েছে নীলাঞ্জন ও ইমনের। খুনসুটি ও আদরে নিজেদের সংসারে মশগুল রয়েছেন তারা। প্রথমে একান্তে নিজেদের পরিবারের সঙ্গে নিয়ে আইনি বিয়ে সারেন তারা। এরপর জাঁকজমকপূর্ণ বিয়ে করতে দেখা গিয়েছে তাদের।

আরও পড়ুন,
শতবর্ষ অতিক্রান্ত মল্লিক বাড়ির দুর্গাপুজোর! কতটা উন্মাদনা কোয়েলের মনে? জানালেন খোলাখুলি

error: Content is protected !!