Mimi: তাকে অনেকেই বারণ করেছিলেন একা যাওয়ার জন্য, তবে কারোর কথা না শুনে চুটিয়ে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। সম্প্রতি তারই কয়েক ঝলক তুলে ধরেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। পাশাপাশি এও জানিয়ে দিয়েছেন সম্পূর্ণ ভিডিও আসতে চলেছে তার ইউটিউব চ্যানেলে।
বরাবর নিজের মতোন বাঁচতে পছন্দ করেন মিমি। কখনোই সমাজের চিরাচরিত নিয়মকে পরোয়া করেন না। এই যেমন সম্প্রতি বরফের দেশে পাড়ি দিয়েছেন তিনি। ঘুরে বেড়িয়েছেন নরওয়ে, আইসল্যান্ড, ফিনল্যান্ডের মতোন দেশগুলোতে। সবথেকে অবাক করা বিষয় হলো তিনি একাই গিয়েছেন Wasn’t।
বিনোদন
Dev: পুজো মিটতেই সপরিবারে দুবাই পাড়ি দিয়েছেন দেব, ভাগ করে নিলেন একাধিক ছবি
সম্প্রতি যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন, ‘আমাকে অনেকেই বারণ করেছিল, যেন একা একা না যাই। তবে আমি একাই যথেষ্ট।’ এরপরই তার ঘুরে বেড়ানোর বিভিন্ন টুকরো টুকরো মুহূর্তে দিয়ে তৈরি একটি ভিডিও দেখা যায়। আসলে ভীষণই উপভোগ করেছেন তিনি এই যাত্রা।
অফবিট
শীতের আগমনী বার্তা: এখনই বাগান সাজানোর মোক্ষম সময়! কোন ফুলগাছ বসাবেন? জানুন
ক্যাপশনে লিখেছেন, ‘অনেকদিন পরে একটি ভ্রমণ যা আমার হৃদয়ের কাছাকাছি। শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলে এই বৃহস্পতিবার।’ ভিডিওটা দেখামাত্র নানানরকম মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, ‘এখনো পর্যন্ত তোমার আসল প্রেমিককে দেখালে না।’
শুধু তাই নয় কেউ কেউ এমনও বলেছেন তিনি নাকি প্রেমিকের সাথে গিয়েছেন, মোটেই একা যাননি। সবমিলিয়ে বলতে গেলে এই ভিডিওর মাধ্যমে চর্চায় উঠে এসেছেন মিমি। অন্যদিকে পুজোতে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমার ‘রক্তবীজ ২’। যেটি বেশ সাফল্য লাভ করেছে। যেখানে তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
খবর
বিহারে পঁচিশের বিধানসভা নির্বাচনে লড়বেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন,চিনুন তাকে