বাড়িতেই এত্ত সস্তায় মিলবে BSNL ফাইবার ব্রডব্যান্ড কানেকশন, অনেক টাকা বেঁচে যাবে

BSNL এখন ঘরে বসেই দিচ্ছে FTTH ব্রডব্যান্ড সংযোগ। মাত্র ₹২৯৯ থেকে শুরু, ২৫-৬০ Mbps স্পিডে আনলিমিটেড ডেটা সুবিধা। অনলাইনে সহজ বুকিং প্রক্রিয়া।

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার ব্রডব্যান্ড পরিষেবাকে আরও আধুনিক ও সহজলভ্য করে তুলেছে। সরকারি টেলিকম সংস্থাটি এখন দিচ্ছে FTTH বা ‘ফাইবার টু দ্য হোম’ ইন্টারনেট সংযোগ, যা কপার তারের বদলে সরাসরি ফাইবার অপটিক কেবলের মাধ্যমে ব্যবহারকারীর বাড়ি বা অফিসে পৌঁছে দেওয়া হয়। ফলে আগের তুলনায় অনেক দ্রুত, স্থিতিশীল ও নির্ভরযোগ্য সংযোগ পাওয়া যায়।

এখন আর অফিসে যাওয়ার প্রয়োজন নেই—যে কেউ ঘরে বসেই BSNL ব্রডব্যান্ড কানেকশন বুক করতে পারেন। এর জন্য শুধু BSNL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে “Book Your Connection Now” অপশনটি বেছে নিয়ে নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং লোকেশন দিতে হয়। sKYC প্রক্রিয়ায় আধার নম্বর ও ছবি আপলোড করার পর অনলাইনে পেমেন্ট করলেই বুকিং সম্পন্ন হয়। ব্যবহারকারী তখন একটি বুকিং নম্বর পান, যার মাধ্যমে পুরো প্রক্রিয়া ট্র্যাক করা যায়।

প্রযুক্তি
স্বস্তির নিশ্বাস! ৮৪ দিনের রিচার্জ প্ল্যানে দারুন চমক, দেশ জুড়ে ১০ হাজার ৪জি টাওয়ার বসালো BSNL

BSNL-এর FTTH প্ল্যান শুরু হচ্ছে মাত্র ₹২৯৯ থেকে, যেখানে ২৫ Mbps স্পিডে আনলিমিটেড ডেটা পাওয়া যায়। এত্ত অল্প টাকায় পাওয়া যাবে ফলে প্রতি মাসে কিছু টাটা বেঁচে যাবে, এই ভাবেপ্রতি মাসে কিছু কিছু করে জমতে জমতে অনেক টাকা জমানো যাবে। ₹৪৪৯ ও ₹৪৯৯ টাকার প্ল্যানে স্পিড ৫০ থেকে ৬০ Mbps পর্যন্ত। সব প্ল্যানেই আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা দেওয়া হচ্ছে।

প্রযুক্তি
১১ মাস টাকা লাগবে না! BSNL-এর সস্তার রিচার্জ প্ল্যন, আনলিমিটেড কলিং সঙ্গে ডেটা

কোম্পানির দাবি, তাদের ফাইবার পরিষেবা এখন গ্রামাঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়ছে। কম লেটেন্সি, বেশি ব্যান্ডউইথ এবং স্থিতিশীল সংযোগের কারণে অনলাইন ক্লাস, ভিডিও কল, গেমিং কিংবা OTT স্ট্রিমিং—সব ক্ষেত্রেই BSNL FTTH কার্যকর বিকল্প হয়ে উঠছে। আধুনিক পরিষেবা ও সহজ অনলাইন বুকিং প্রক্রিয়ায় সরকারি সংস্থাটি এখন বেসরকারি টেলিকম কোম্পানির সঙ্গে সমান প্রতিযোগিতায় প্রস্তুত।

প্রযুক্তি
REIL: রিলায়েন্স-ফেসবুকের যৌথ উদ্যোগে বৈপ্লবিক পরিবর্তন আনবে AI প্রযুক্তিতে

#BSNL #Broadband #FTTH #Internet #DigitalIndia #FiberConnection #Technology #Telecom #India #BSNLBroadband

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক