একাধিকবার প্রেম ভাঙলেও ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারাননি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাঈফ! একটি সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন তিনি। বলিউডে পা রাখার পর থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক চর্চা শুরু হয় ভক্তমহলে।
বেশ কয়েক বছর তিনি সম্পর্কে আবদ্ধ ছিলেন অভিনেতা সলমন খানের সাথে। এরপর দীপিকা পাড়ুকোনের সাথে সম্পর্ক ভেঙে ক্যাটরিনার প্রেমে পড়েন অভিনেতা রনবীর কাপুর। তবে সেই প্রেমও বেশিদিন টেকেনি। ২০১৬ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের।
আরও পড়ুন,
*ভালোবাসা দিবসে বউদের কী উপহার দেয় ভারতীয় স্বামীরা? জানালেন টুইঙ্কল
*মাকে প্রতারণা ভুয়ো ছেলে ‘সন্ন্যাসী’র, সিংহ দম্পতিকে প্রতারনার ফাঁদ থেকে উদ্ধার করল পুলিশ!
তবে এই বিষয়ে তিনি জানিয়েছিলেন, ‘ভালোবাসা নিয়ে আমার ধারণা সবসময়ই ইতিবাচক। আমি সম্পর্কগুলোকে গুছিয়ে মানুষকে ভালবাসতে শিখেছি। আত্মত্যাগ করতে শিখেছি। শুধু নিজের জন্য নয়, অন্যের সার্বিক বৃদ্ধির অংশ হয়েছি। ভালোবাসার প্রতি আমার বিশ্বাস-ভরসা একইরকম থাকবে সারাজীবন।’
এছাড়াও তাকে যখন প্রশ্ন করা হয় রনবীরের সাথে বিচ্ছেদের পর তার জীবন প্রেমহীন হয়ে গিয়েছে কিনা, হাসিমুখে তিনি বলেন, ‘আমি কখনো প্রেমকে ঘৃণা করবো না। এই পৃথিবীর সবথেকে সুন্দর অনুভূতি হলো ভালোবাসা। আমি জীবনে ভালোবাসার সৌন্দর্য্য খুঁজে নিই এবং সেটা নিয়েই বাঁচি।’
এরপর কেটে গিয়েছে বেশ কয়েক বছর। বর্তমানে অভিনেতা ভিকি কৌশলের সাথে সুখে সংসার করছেন ক্যাটরিনা। অন্যদিকে আরেক অভিনেত্রী আলিয়াকে বিয়ে করেছেন রনবীর। এছাড়া এক কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন দু’জন। খুব শীঘ্রই ভিকি এবং রনবীরকে একপর্দায় দেখা যাবে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় অভিনয় করবেন তারা।
আরও পড়ুন,
*প্রেমের সপ্তাহে ভালবাসার মানুষের তোলা ছবি পোস ঋতাভরী, প্রেমিকের নাম কী?
*সাইবার ক্রাইমের শিকার সিতারা, ক্ষুব্ধ হয়ে কী হুঁশিয়ারি দিলেন সুপারস্টার মহেশবাবু?